দুই ম্যাচ হেরে শিক্ষা ও অভিজ্ঞতাকেই বড় করে দেখছেন বাংলাদেশ কোচ
সাফের আগে উচ্চর্যাঙ্কধারী দলের বিপক্ষে বাংলাদেশ দলের হার অনুমেয় ছিল। গতকাল মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের স্কোরলাইন নিয়ে খানিকটা অসন্তোষ বাংলাদেশের হেড কোচ জেমি ডে'র, ‘আমরা আশাহত আমি মনে করি নি আজকের ম্যাচটি ৪-১ ব্যবধানে শেষ হবে। আমরা গত ম্যাচে প্যালেস্টাইনের সাথে যেভাবে খেলেছিলাম এর থেকে ভালো একটা সূচনা হয়েছিল।’
প্রায় ৮৫ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে দুই দিন অন্তর একই ধারায় খেলা কঠিন মনে করেন জেমি, ‘মাত্র দুই দিনের ব্যবধানে র্যাঙ্কিং এ ৮০-৯০ ঘর উপরে থাকা দলগুলোর বিপক্ষে খেলা এবং উভয় দিন ই প্লেয়াররা তাদের সর্বোচ্চ টা দিতে পারবে এটা আশা করি কঠিন।’
স্বাগতিক কিরগিজস্তান ম্যাচ নিয়ে তার বিশ্লেষণ, ‘কিরগিজস্তান খুবই ভাল টিম এবং তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে, আমাদের লক্ষ্য ছিল তাদের জন্য আমাদের হাফে খেলা যেন কষ্টকর হয় এবং তারা যেন জায়গা বের করে খেলতে না পারে। এই জিনিসটা আমরা ভালোই করছিলাম যতক্ষণ পর্যন্ত না কিরগিস্তান সেট পিস এ আমাদের একটি গোল দেয়। গোলের পর আমাদের পরিবেশ-পরিস্থিতি সব বদলে যায় যদিও এটা হতাশাজনক। তারপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটের মধ্যেই আমরা আবার আরও একটি গোল হজম করি যা এই নিয়ে দুই বার এটা কখনোই কাম্য নয়। এরপর যদিও ছেলেরা গেমে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়েছিল।’
দুই ম্যাচ হেরেও প্রাপ্তি দেখছেন জেমি, ‘আমরা আগে থেকেই জানতাম দুটি দল অনেক শক্তিশালী কিন্তু আমাদের প্লেয়াররা ও ডিফেন্ডিং খুব ভালো করেছে এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে যাচ্ছি। যা সাফে কাজে লাগবে।’
স্বাগতিক কিরগিজস্তানের কোচ আলেকজান্ডার বলেন, ‘আমি বাংলাদেশ দলের আগের কিছু ভিডিও দেখেছি এবং পরিকল্পনা করেছি তাদেরও কিছু শক্তিশালী ভালো প্লেয়ার রয়েছে।’ বাংলাদেশ দল আজ সকালে ঘন্টা দুই অনুশীলন করছে। আগামীকাল জামালরা শেষ ম্যাচ খেলবে কিরগিজস্তান অলিম্পিক দলের সঙ্গে।
এজেড/এটি