প্রবাসী ফুটবলারকে কেমন দেখলেন বাংলাদেশ কোচ
ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য কঠিন। কোচ জেমি ডে’র লক্ষ্য ছিল নতুন কৌশলে খেলানো এবং খেলোয়াড়দের পরখ করা। ম্যাচের পর কৌশল নিয়ে কিছু না বললেও খেলোয়াড়দের নিয়ে প্রশংসা করেছেন ব্রিটিশ কোচ জেমি।
তার শিষ্যদের প্রশংসা করে বলেন, ‘ফিলিস্তিন এবং আমাদের র্যাঙ্কিং ব্যবধান অনেক বেশি হওয়ায় ম্যাচটি কঠিন ছিল। টাফ ম্যাচ হওয়া সত্ত্বেও খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে।’
বিশেষ করে ফরোয়ার্ড রাকিবের খেলায় তিনি মুগ্ধ, ‘রাকিব খুব ভালো খেলেছে। সে আমাদের টিমের একজন নির্ভরযোগ্য এবং খুব ভালো খেলোয়াড়।’ রাকিব চট্টগ্রাম আবাহনীর হয়ে ভালো পারফরম্যান্স করেছেন লিগে। জাতীয় দলেও গতকাল ভালো খেলেছেন।
৮৩ মিনিটে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে নামিয়েছিলেন জেমি । ১২ মিনিটে রাহবারের খেলায় কোচের পর্যবেক্ষণ, ‘খুব অল্প সময়। এর মধ্যেও সে ভালো কিছু স্পর্শ করেছে। সামনে আমাদের আরও ২ ম্যাচ আছে। সেখানে আরো সুযোগ পাবে।’
ফিলিস্তিনের প্রধান কোচ ফরহাত মুসাবিগকোভ বাংলাদেশ দলের প্রশংসাই করেছেন, ‘বাংলাদেশ দল বিগত সময়ের তুলনায় অনেক উন্নতি করেছে। তাদের বেশ কয়েকজন চৌকস খেলোয়াড় আছে যাদের দক্ষতা চোখে পড়ার মতো। আমি তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ।’
আজ বাংলাদেশ দল দুই ঘণ্টা অনুশীলন করবে। আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশের ম্যাচ স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে। বাংলাদেশের সফরের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অলিম্পিক দলের বিরুদ্ধে।
এজেড/এমএইচ/এটি