ব্রাজিলের টানা ‘অপরাজিত থাকার পাহাড়’ ছুঁয়ে ফেলেছে ইতালি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ঘরে তোলা ইতালি দুর্দিন দেখল বহুদিন বাদে। তবে হারতে হয়নি তাদের। সুইজারল্যান্ডের বাসেলে রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি। তাতে ছুঁয়ে ফেলেছে টানা অপরাজিত থাকার পাহাড়সম রেকর্ড গড়া ব্রাজিলকে।
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল ব্রাজিল। ওই রেকর্ডে এখন ভাগ বসিয়েছে ইতালি। আগামী বুধবার লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচে না হারলেই রেকর্ডটি এককভাবে তাদের হয়ে যাবে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল দখলের সমান ছিল দুই দলই। তবে শেষদিকে ইতালির রক্ষণকে বেশ চাপে ফেলে সুইজারল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ইতালি।
সুইসদের ডি-বক্সে একা ঢুকে পড়া বেরার্দিকে ফাউল করে বসেন ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু জর্জিনিওর নেওয়া দুর্বশ শট ঠেকাতে কোনো সমস্যাই হয়নি সমেরের। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইতালিকে। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড।
ইতালির দুর্দিনে অবশ্য গোল উৎসবে মেতেছিল জার্মানি। বিশ্বকাপ বাছাইয়ে রোববার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে তারা। চেক রিপাবলিককে ৩-০ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।
অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে অ্যান্ডোরাকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে স্পেনও। ৪-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
এমএইচ