ম্যাচ হেরে ডমিঙ্গো বললেন, ‘টি-টোয়েন্টি খেলাটাই এমন’
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। সিরিজের শুরুটাও টাইগাররা করেছিল বেশ দাপুটে। তবে দুই ম্যাচ পরেই তৃতীয় ম্যাচে এসে আজ (রোববার) খেই হারিয়ে বসে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, এটাই টি-টোয়েন্টির ধরণ।
এক ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেছেন, ‘নিউজিল্যান্ড আজ দুর্দান্ত খেলেছে। এই ফরম্যাটের ব্যাপারটাই এমন। নিউজিল্যান্ডকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। আজ তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি হতাশ, তবে টি-টোয়েন্টি খেলাটাই এমন।’
মিরপুরে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১২৮ রান জমা করে কিউইরা। উইকেট ১২৯ রান তাড়া করার জন্য যথেষ্ট ভালো ছিল। অথচ ব্ল্যাকক্যাপসদের দুই বাঁহাতি স্পিনারের কাছে ধরাশায়ী লাল-সবুজের প্রতিনিধিরা। ৭৬ রানে গুঁটিয়ে গিয়ে ম্যাচ হারে ৫২ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগ ছিল হতশ্রী। বড় কোনও পার্টনারশিপ গড়তে না পারার জন্য ব্যাটসম্যানদের দুষলেন বাংলাদেশ দলের প্রোটিয়া কোচ।
ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় না ব্যাটিং ইউনিটের মনোভাবে কোনো সমস্যা আছে। আমরা চেষ্টা করে যেতে চেয়েছি, রান রেট ভালো রাখতে চেয়েছি কারণ একবার রানের দিক থেকে পিছিয়ে গেলে ঘুরে দাঁড়ানো কঠিন। তাই আমরা ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছি।’
সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘দুর্ভাগ্যবশত আমরা শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলি এবং বিরতিহীনভাবে হারাতে থাকি। নতুন ব্যাটসম্যানের জন্য ক্রিজে এসে ব্যাট করা খুবই কঠিন। এটাই বোধহয় সমস্যা ছিল। ভালো শুরুর ৪-৫ ওভার পর ৪-৫ উইকেট হারানো আমাদের ভীষণ চাপে ফেলেছে।’
টিআইএস