ইংল্যান্ডে করোনা আক্রান্ত ভারতের কোচ
ইংল্যান্ড সফরের মাঝপথে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পরপরই দলটির টিম ম্যানেজমেন্ট তাকে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
বাড়তি সতর্কতা হিসেবে তারা বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধার এবং ফিজিও নিতিত পাটেলকেও আইসোলেশনে রাখছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘তারা আরটি পিসিআর টেস্ট সম্পন্ন করেছেন এবং মেডিকেল টিমের সবুজ সংকেত ছাড়া ভারতীয় দলের সঙ্গে কোন প্রকার ভ্রমণ করবেন না।’
হঠাৎই করোনায় কোচ আক্রান্ত হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। দলের প্রতিটি খেলোয়াড় করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পরেই ওভাল টেস্টের চতুর্থ দিনের খেলায় মাঠে নামার অনুমতি পেয়েছে ভারতীয় দল।
উল্লেখ্য কঠোর জৈব সুরক্ষা বলয়ের নিয়মের অধীনে হচ্ছে না ভারত ও ইংল্যান্ডের মধ্যকার এই টেস্ট সিরিজ। উভয় দল আলাদা হোটেলে অবস্থান করছে তবে পুরো হোটেল বরাদ্দ পায়নি কোন দলই।
এছাড়াও হোটেলের বাইরে ভ্রমণের অনুমতি রয়েছে খেলোয়াড় ও দলের সাথে ভ্রমণরত অন্যান্য সদস্যদের। তবে সাধারণ জনগণের ভিড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাদের।
এআইএ/এমএইচ/এটি