দুর্ধর্ষ সেই ফাউলের পরও ‘ভালো’ আছেন মেসি
ভেনেজুয়েলার বিপক্ষে দল জিতেছে হেসেখেলে। ৩-১ গোলে জয় তুলে নিয়েছে, বেরিয়ে এসেছে ড্রয়ের বৃত্ত থেকে। তবে সেই ম্যাচে লিওনেল মেসিকে দারুণ পাহারায় রাখা হয়েছে। বেশ ক’বার তো রীতিমতো কড়া ফাউলই করা হয়েছে তাকে, যার একটা ছিল হাঁটুতে, যা একটু এদিক সেদিক হলে ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারত তার।
সে ম্যাচের ২৯ মিনিটে ঘটে এই ঘটনা। গোছানো আক্রমণে ভেনেজুয়েলা বিপদসীমার একটু সামনে চলে এসেছিলেন মেসি। পাসও দিয়ে দিয়েছিলেন সতীর্থ রদ্রিগো ডি পলকে। কিন্তু তার পরও মারাত্মক এক ফাউলের শিকার হন তিনি।
মাত্র চার মিনিট আগেই বদলি হিসেবে মাঠে আসা আদ্রিয়ান মার্টিনেজ হাঁটু বরাবর লাথি মেরে বসেন মেসির। শুরুতে যেমনটা দেখা গেছে, তাতে আর্জেন্টিনা সমর্থকদের আঁতকেই ওঠার কথা। তার পা গিয়েছিল বেঁকে, মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। সেই আদ্রিয়ানকে লাল কার্ড দেখানো হয়েছে এরপর। সুস্থ হয়ে মেসিও খেলেছেন পুরো ম্যাচ।
তবে এরপর? সেই ফাউলের পর কি ব্রাজিলের বিপক্ষে খেলবেন মেসি? এমন একটা শঙ্কা ফিরে ফিরে আসছিল বটে। মেসির ফেসবুকে বেশ কিছু ছবি আবার স্বস্তিও দিচ্ছিল বটে।
এবার সমর্থকদের মনের সে প্রশ্ন সাংবাদিকদের কাছ থেকে ছুটে গেল আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির কাছে। সে প্রশ্নের উত্তরে যা বললেন তিনি, তাতে স্বস্তিটা আরও বেড়েই যাওয়ার কথা।
তিনি বললেন, ‘মেসি ঠিক আছে। সেটা ভয় ধরিয়ে দেওয়ার মতো একটা ফাউল ছিল। কিন্তু ভাগ্যক্রমে সে ঠিকই আছে। বিকালে অনুশীলন আছে, তার পর আমরা তার অবস্থা শতভাগ নিশ্চিত করব।’
সবকিছু ঠিকঠাক থাকলে এই মেসিকে নিয়েই আজ রাত একটায় মাঠে নামবে আর্জেন্টিনা। খেলাটি হবে ব্রাজিলের সাও পাওলোর মাঠ নিও কিমিকা অ্যারেনায়।
এনইউ/এটি