২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তামিম
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হচ্ছে না তামিমের। এই ফরম্যাটে সবশেষ মাঠে নেমেছেন প্রায় দেড় বছর আগে। আজ (বুধবার) হঠাৎ করে টাইগার ওপেনার জানিয়ে দেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির বিশ্বাস, ২০২১ বিশ্বকাপ না খেললেও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিকই খেলবেন তামিম।
আজ ১১তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিশ্বকাপের পরে আমাদের তো আরও অনেক খেলা আছে। সামনের বছর তো আরেকটা বিশ্বকাপ আছে। আমি আশা করি, আমার বিশ্বাস সে আবার টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকবে এবং সে বিশ্বকাপ (২০২২) খেলবে।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে কথা বলেছে। যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন ও আমাদের প্রথম পছন্দ। তবে এই ঘটনার পর ও এখন আর স্কোয়াডে নেই, থাকবে না। আজ বোর্ডে আমাকে যে লিস্টটা দিয়েছিল সেখানে ওর নামটা ছিল। এখন যেহেতু ও ঘোষণা করেছে তাই সে আর থাকছে না।’
তামিম আসন্ন টি-টোয়েন্টি না বিশ্বকাপ না খেলার বিষয়টি পরিষ্কার করলেও চাপা গুঞ্জন, ম্যানেজমেন্টের অনেকেই চাচ্ছেন না তামিম বিশ্বকাপের অংশ হোক। এই ফরম্যাটে তার ধীরগতি সম্পন্ন ব্যাটিংকে কাঠড়ায় তুলেছেন অনেকেই। সেই অভিমান থেকেই ক না খেলার সিদ্ধান্ত তামিমের? তেমনটি অবশ্য মনে করেন না পাপন।
পাপন বড় করে দেখলেন এই বাঁহাতি ওপেনারের ইনজুরিকে, ‘সবকিছু বিবেচনা করে ও যে কথাগুলো বলেছে সেটা আমি গাড়িতে আসতে আসতে শুনেছি। ও খুব ভালো কথাই বলেছে। ও জানে ওকে যদি স্কোয়াডে রাখা হয় তাহলে ও খেলবেই। ও মনে করেছে এটা যদি হয় তাহলে সেটা অনেকের প্রতি অবিচার হতে পারে। আর দ্বিতীয়ত ও যেহেতু অনেক দিন খেলছে না ও ইনজুরিতে ছিল ও মনে করেছে ওর এখন না খেলাটাই শ্রেয়।’
টিআইএস/এমএইচ