কেন বিক্রি হবে না ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের টিকিট
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। বাড়তি রোমাঞ্চ কিংবা যাই বলুন, ম্যাচের কথা শুনলেই কাজ করবে যে কারো মধ্যে। এই লড়াই সামনে থেকে দেখার ইচ্ছে তো সবারই থাকে। ব্রাজিলের শহর সাও পাওলোর দর্শকদেরও নিশ্চয়ই আছে। কিন্তু ইচ্ছে থাকলেই কি আর সবসময় কাজ হয়! বিশেষত করোনা ভাইরাসের নতুন বাস্তবতায়।
অন্তত আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, এটা নিশ্চিত। অর্থাৎ সাধারণ দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন না ম্যাচটি। শুরুতে ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেটি থেকে সরে এসেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।
কেবল দেড় হাজার অতিথি উপস্থিত থাকবেন ম্যাচ ভেন্যু সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে। সিবিএফ এক বিবৃতিতে তেমনই জানাচ্ছে। তারা বলছে, ১২ হাজার দর্শকের করোনা পরীক্ষা করানো, ভ্যাকসিন নিয়েছে কি না সেটা পরীক্ষা করা ও নিয়ম মেনে দর্শকদের মাঠে ঢুকানোর প্রক্রিয়া তৈরির যথেষ্ট সময় নেই তাদের হাতে।
সাও পাওলো ফুটবল ফেডারেশন ও স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সিদ্ধান্তেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানাচ্ছে সিবিএফ। শিগগিরই মাঠে দর্শক প্রবেশ করানোর মতো যথেষ্ট সক্ষমতা অর্জনের চেষ্টাও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।
এর আগে গত সপ্তাহে সাও পাওলোর স্বাস্থ্য অধিদপ্তর মাঠে ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানায়। ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষায় নেগেটিভ হলে মাঠে প্রবেশ করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা।
এমএইচ