বিশ্বকাপ দল নিয়ে আক্ষেপ মাহমুদউল্লাহর
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় মাসের মতো। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াড দিয়ে দিয়েছে বেশ কয়েকটি দল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর দল ঘোষণা করতে। এনিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক আগেই চেয়েছিলেন বিশ্বকাপের দল।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল (বুধবার) শুরু হবে এই সিরিজ। বাংলাদেশ দলের টি ম্যানেজমেন্ট চেয়েছিল এই সিরিজের বিশ্বকাপ দল নিয়ে মাঠে নামতে। গতকাল (সোমবার) বাংলাদেশ দলের হেড কোচ জানান, ‘এই সিরিজের আগে স্কোয়াড ঘোষণা করলে ভালো হতো। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দুশ্চিন্তা পেছনে ফেলে খেলতে পারত খেলোয়াড়রা।’
আজ মঙ্গলবার একই আক্ষেপ ঝরল টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও, ‘দল নিয়ে কোচ আর আমার মধ্যে কথা হয়েছে। মনে হয় যে সিলেক্টররা টিমটা খুব দ্রুত দিয়ে দিবেন। এটা ভালো হতো যদি সিরিজের আগে টিম দিয়ে দেওয়া হতো। তাহলে হয়তোবা খেলোয়াড়রা নির্ভার থাকতে পারতো। তবে এটি আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা এবং মাঠে আমরা কতটুকু ক্রিকেট খেলতে পারি।’
নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের স্কোয়াড হতে হবে ১৫ জনের। এই ১৯ জন্যের মধ্যে ইনজুরির কারণে নেই তামিম ইকবাল। মাহমুদউল্লাহর কাছে প্রশ্ন করা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে নেই এমন কাউকে কি রাখা হবে বিশ্বকাপের দলে?
কুশলী উত্তরে মাহমুদউলাহর জবাব, ‘এটাতো আমার ও কোচের মধ্যে আলোচনা হয়েছে। নির্বাচকরাও আছেন, আর সম্ভবত আপনারাও খুব শীঘ্রই জানতে পারবেন, কি হতে যাচ্ছে এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
টিআইএস/এটি