ইংল্যান্ডে কেন ব্যর্থ কোহলি, জানালেন গাভাস্কার
চলমান ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির ব্যাট যেন হাসতেই ভুলে গেছে। তিন ম্যাচে পাঁচ বার আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, ভুল শট নির্বাচনের জন্যই বড় রান পাচ্ছেন না কোহলি। এই ত্রুটি শুধরে নিতে পারলেই পুরনো রূপে দেখা যাবে ভারত অধিনায়ককে।
ইংল্যান্ড সফরে তিন ম্যাচ শেষ। সেখানে পাঁচ ইনিংস খেলে মাত্র একটি হাফসেঞ্চুরি তুলে নিতে পেরেছেন বিরাট। বারবার তিনি পরাস্ত হচ্ছেন আউটসুইংয়ে। এ অবস্থা থেকে উত্তরণে ভারতীয় অধিনায়কের জন্য গাভাস্কারের পরামর্শ, ‘শরীরের থেকে ব্যাট কতটা বাইরে দেখুন! এটাই সমস্যায় ফেলছে তাকে। অনেক বাইরের বলকে তাড়া করছে বিরাট, শক্ত হাতে শট খেলতে যাচ্ছে। এটাই তার জন্য বিপদ ডেকে আনছে। ইংল্যান্ডে গেলে সব সময় বলকে নিজের কাছে আসতে দিতে হয়।’
ক্যারিয়ারে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে দুঃসময় ডেকে এনেছিলেন শচীনও। ২০০৩-০৪ মৌসুমে সে দুঃসময়টাও দারুণ এক টোটকায় কাটিয়েছিলেন শচীন। অফস্টাম্পের বাইরের বলে ব্যাটই চালাননি তিনি, প্রিয় কাভার ড্রাইভ থেকেও গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। তারই ফল ছিল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ২৪১ রানের অবিস্মরণীয় ইনিংস। তেমন কিছু কোহলিকেও করতে হবে, জানালেন গাভাস্কার।
বললেন, ‘ক্রিজের বাইরে দাঁড়িয়ে কোহলি ব্যাট করতেই পারে। কিন্তু ওকে মাথায় রাখতে হবে শরীরের বাইরের বল যেন আর তাড়া করতে না যায়। শরীরের কাছ থেকে বল সুইং করে বাইরে যেতেই পারে। কিন্তু ও যেন সুইংয়ের সঙ্গে ব্যাট বাড়িয়ে না দেয়।’
গাভাস্কারের অভিমত, শট বাছাইয়ে আরেকটু যত্নবান হলেই আবার রানে ফিরবেন কোহলি। বলছেন, ‘খোলা মনে ব্যাট করুক ও। শট নির্বাচন ঠিক হয়ে গেলেই রান পেতে শুরু করবে। এখনও পর্যন্ত প্রায় ৮০০০ রান করে ফেলেছে কোহলি। তার মধ্যে শেষ ৬৫০০ রান এসেছে ক্রিজের বাইরে দাঁড়িয়ে ব্যাট করেই। টেকনিকে কোনও পরিবর্তন আনার প্রয়োজন নেই তার।’
একই সমস্যায় পড়েছেন ভারতীয় টেস্ট দলের আরেক ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাও। তার ক্ষেত্রেও একই সমস্যা দেখছেন গাভাস্কার, সঙ্গে ধরিয়ে দিলেন একটা মানসিক সমস্যাও। গাভাস্কারের ভাষ্য, ‘কোহলির মতো পূজারাও বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হচ্ছে। ওকে বুঝতে হবে পঞ্চম ও ষষ্ঠ স্টাম্পের বল তাড়া করার দরকারই নেই। ও সম্ভবত ভাবছে মন্থর গতিতে খেলার জন্য বিতর্ক হচ্ছে, তাই একটু দ্রুত রান করার চেষ্টা করি। কিন্তু দ্রুত রান করতে গিয়েই ভুল শট খেলে ফেলছে। এটা অপ্রয়োজনীয়।’
এদিকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন নিজের কলামে লিখেছেন, জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের সুইংয়ের সঙ্গে মোকাবিলা করার পথ খুঁজে পাচ্ছেন না বিরাটরা। হুসেইন লিখেছেন, ‘বিরাট এমন সব বলে শট খেলতে যাচ্ছে যা ওর ছেড়ে দেওয়া উচিত। অ্যান্ডারসন ও রবিনসনের বলের লাইনই ধরতে পারছে না সে। ওদের সুইংয়ের সঙ্গে মোকাবিলার করার কোনও রাস্তাই খুঁজে পাচ্ছে না।’
মনস্তাত্বিক বিষয়টা এড়িয়ে গেল না তার চোখেও। অবশ্য এজন্যে তিনি স্বদেশি বোলারদেরও কৃতিত্ব দিলেন তিনি। নাসের যোগ করলেন, ‘কোহলি কী ভাবছে? একের পর এক আউটসুইং আসা মানে কি ইনসুইংয়ে পরাস্ত করার পরিকল্পনা? তাই হয়তো ইনসুইং ভেবেই ব্যাট বাড়িয়ে দিচ্ছে। বুঝতেই পারছে না কী করতে হবে। পুরো কৃতিত্বই দেওয়া উচিত অ্যান্ডারসন ও রবিনসনকে।’
এনইউ