চীনের দাবাড়ু চ্যাম্পিয়ন, বাংলাদেশিদের মধ্যে প্রথম রিফাত
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় চীনের গ্র্যান্ড মাস্টার লি ডিং অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। গ্র্যান্ডমাস্টার লি ডিং ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক রানার-আপ হয়েছেন।
সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়, টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিক ভেঙ্কাটারামান তৃতীয়, ইরানের গ্র্যান্ড মাস্টার আমিন তাবাতাবেই চতুর্থ, বেলেরুশের গ্র্যান্ড মাস্টার ভাদিশ্লাভ কোভলেভ পঞ্চম, ভারতের গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর ষষ্ঠ ও ইরানের গ্র্যান্ড মাস্টার মাকসুদলো পারহাম সপ্তম হন।
বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব দ্বিতীয় ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার চতুর্থ এবং পাঁচ পয়েন্ট করে নিয়ে ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম ও শওকত হোসেন পল্লব ষষ্ঠ স্থান লাভ করেন।
ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে অষ্টম হতে একাদশ পুরস্কার লাভ করেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার আলী মোহাম্মদ লুতফি, চিনের গ্র্যান্ড মাস্টার ঝু ইয়াংলুন, ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার গার্সিয়া জেন ইমানুয়েল।
এ প্রতিযোগিতায় মোট দশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে যার মধ্যে সাড়ে সাত হাজার মার্কিন ডলার মুল পুরস্কার এবং আড়াই হাজার মার্কিন ডলার বাংলাদেশের দাবাড়ুদের জন্য অর্থ পুরস্কার। আগামীকাল সন্ধ্যায় হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এজেড/এমএইচ