চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন মেসি-রোনালদো?
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। এক দশক ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে একে-অপরকে ছাড়িয়ে গেছেন তারা। একজন ভেঙেছেন অন্য জনের রেকর্ড। তবে ২০১৭ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর তাতে কিছুটা ছেদ পড়ে।
এবার অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই দেখা হয়ে যেতে পারে দুই তারকা ফুটবলারের। চলতি মৌসুমেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। দলবদলের বাজারে জোর গুঞ্জন, ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালির ক্লাব জুভেন্তাস ছেড়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে।
সেটি সত্যি হলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই দেখা হবে এই দুই ফুটবলারের। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ম্যান সিটি ও পিএসজি পড়েছে একই গ্রুপে। তাদের সঙ্গে আছে আরবি লিপজিগ ও ক্লাব বুর্গ।
রোনালদোর সঙ্গে লড়াই না হলেও সাবেক গুরুর বিপক্ষে ঠিকই মাঠে নামতে হবে মেসিকে।
বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে অনেক সাফল্য পেয়েছেন মেসি। গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটির কোচ। মেসির বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে গ্রুপ এ তে পড়েছে তার দল। সাবেক গুরু ও শিষ্যের জমজমাট লড়াই দেখার অপেক্ষাতেই থাকবে পুরো ফুটবল বিশ্ব।
এমএইচ/ওএফ