১৭ ঘণ্টার ভ্রমণক্লান্তি নিয়েই জামালদের সঙ্গী হবেন তপু-তারিকরা
সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। এই লক্ষ্যে আগামী ২৮ আগস্ট দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা। বসুন্ধরা কিংসের জাতীয় ফুটবলারদের মালে থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেক নেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
মালে থেকে তপুরা ঢাকায় আসবেন। ঢাকায় এসে জামাল ভূঁইয়াদের সঙ্গে বিশকেকের উদ্দেশ্যে রওনা হবেন। আজ বুধবার মালে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বসুন্ধরার ফুটবলাররা।
ভিসা ও ফ্লাইট জটিলতার জন্য বাফুফে কিংসের ফুটবলারদের ঢাকায় এনে বিশকেক নিচ্ছে। মালে থেকে তপু বর্মন, তারিক-সুফিলরা ঢাকায় আসবেন কাতারের দোহা হয়ে। প্রায় ১৭ ঘণ্টার ভ্রমণক্লান্তি। এর এক দিন পরেই আবার জাতীয় দলের জন্য বিশকেকের বিমান ধরতে হবে তাদের।
২৩ জনের দলের মধ্যে ৯ জন বসুন্ধরা কিংসের। এবারের দলে ২ জন প্রবাসী ফুটবলার রয়েছেন। তারা কানাডা ও ফ্রান্স থেকে বিশকেক পৌঁছাবেন ২৮ আগস্ট। জাতীয় দলের ব্রিটিশ গোলরক্ষক কোচ লেস ক্লিভলিও সরাসরি বিশেকক যাবেন।
এজেড/এটি