জেমির চমক আগেই ফাঁস
জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে ৩০ থেকে ৩৫ জন খেলোয়াড় নিয়ে গত দুই বছর কাজ করেছেন। সাফের আগে কিরগিজস্তান সফরে জেমি ডে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এক ফুটবলারকে ডেকেছেন। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার সময় এটি হতো বিশেষ চমক। সেটা অবশ্য আর চমক থাকেনি। সামাজিক মাধ্যমে আজ মঙ্গলবার সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে কানাডিয়ান ফুটবলার রাহবার ওয়াহেদ খানের নাম।
তার চমক আগেভাগে ফাঁস হওয়ায় বেশ বিস্মিত হয়েছেন কোচ। রাহবার ওয়াহেদ বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়ায় তিনি সামাজিক মাধ্যমে বাফুফের চিঠি শেয়ার করেন। বিশ্বায়নের যুগে কানাডায় শেয়ারকৃত সেই চিঠি বাংলাদেশের ফুটবল সংক্রান্ত সামাজিক গ্রুপগুলোতে সয়লাব। প্রবাসী ফুটবলার দলে ডাকায় ফুটবল সমর্থকরা জেমি ও বাফুফেকে ধন্যবাদ দিয়েছেন।
রাহবার ওয়াহেদ কানাডার সেমি পেশাদার লিগের ক্লাব নর্থ টরেন্টো নাইট্রাস ক্লাবে খেলেন। তাঁর মতো এ রকম আরো প্রবাসী ফুটবলার আছেন কিনা এই প্রশ্নে মুখে কুলুপ জেমি ডে'র, ‘দল ঘোষণা হলেই সব দেখা যাবে।’
২৭ অথবা ২৮ আগস্ট দল ঘোষণা হওয়ার কথা। এর আগেই জেমির স্কোয়াডের একজনের নাম ফাস হলো। এক নাম ফাঁস হওয়ায় দল বাফুফে আগেভাগে ঘোষণা করবে নাকি নির্ধারিত সময়ে করবে সেটাই দেখার বিষয়। রাহবার ওয়াহেদকে ২৮ আগস্ট কিরগিজস্তানের বিশকেকে বাংলাদেশের টিম হোটেলে রিপোর্ট করতে বলেছে বাফুফে।
এজেড/এটি