কোপা আমেরিকার ট্রফি সবার চেয়ে বেশি প্রাপ্য ছিল মেসি
একটি আন্তর্জাতিক শিরোপার জন্য লিওনেল মেসির অপেক্ষাটা ছিল অনেকদিনের। গত মাসে কোপা আমেরিকা জিতে সেটি শেষ হয়েছে। মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা।
আলবিসেলেস্তেদের এই দলের অংশ ছিলেন নাহুয়েল মলিনা। ছিলেন দলটির শিরোপা জয়ের সাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কোপা আমেরিকার শিরোপা অন্য যেকারো চেয়ে বেশি প্রাপ্য ছিলেন লিওনেল মেসি।
তিনি বলেছেন, ‘লিও এটা আমাদের যে কারো চেয়ে বেশি প্রাপ্য। তার দুর্ভাগ্য আগে কয়েকবার কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেনি। এবার এটা হয়েছে। আমরা সবাই চেয়েছিলাম যে তারা যেন চ্যাম্পিয়ন হয়- মেসি, ডি মারিয়া, আগুয়েরো ও ওটামেন্ডি।’
তিনি আরও বলেন, ‘যখন মেসি ম্যাচের আগে কথা বলল। আমরা সবাই মাঠে গিয়ে সব কিছু শেষ করতে চাইছিলাম। একজন যোদ্ধা হিসেবে মেসি এটিই আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা সবাই একই লক্ষ্য নিয়ে এসেছিলাম এবং একই লক্ষ্যে লড়াই করছিলাম।’
কোপা আমেরিকার শিরোপা জয় তার কাছে স্বপ্নের মতো ছিল বলে জানিয়ে মলিনা বলেন, ‘কোপা আমেরিকা খেলাটা স্বপ্নের মতো। আমি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর যা কিছু হয়েছে, সবই স্বপ্ন ছিল। আমি এটা খুব উপভোগ করেছি। সব স্মৃতিই এখনো তরতাজা।’
এমএইচ