মেসিকে ‘হ্যালো’ বলতে না পারার আফসোস বার্সা তারকার
চলতি মৌসুমেই মেম্ফিস ডেপাই যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। লিওনেল মেসির সঙ্গে খেলবেন, এমন আশাও নিশ্চয়ই ছিল। কিন্তু সেটা আর হলো কই। বার্সেলোনায় ডেপাই খেলছেন ঠিকই। তবে মেসিকে সতীর্থ হিসেবে পাচ্ছেন না তিনি।
কারণটাও সবার জানা। এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। এর আগে কোপা আমেরিকা এবং পরে ছুটি কাটাতে ছিলেন না বার্সেলোনায়। যোগ দেননি ক্লাবটির প্রাক মৌসুম প্রস্তুতিতেও।
তাই ডেপাইয়ের মেসিকে ‘হ্যালো’ অবধি বলা হয়নি। এ নিয়ে আফসোস নেদারল্যান্ডের এই ফুটবলারের, ‘আমি তাকে জানতেও পারলাম না। সে কোপা আমেরিকার পরে ছুটি কাটিয়ে প্রাক মৌসুমে দেরিতে এসেছিল। আমি তাকে হ্যালো পর্যন্ত বলতে পারিনি।’
তবে মেসিকে না পেলেও নতুন পরিবেশে ভালোই মানিয়ে নিয়েছেন নেদারল্যান্ডের এই ফুটবলার। এই মৌসুমেই অলিম্পিক লিও ছেড়ে বার্সায় পাড়ি জমিয়েছেনস বার্সায়। যে কয়েক ম্যাচেই মাঠে নেমেছেন, বেশ নজরও কেড়েছেন।
দলটির কোচ রোনাল্ড কোম্যান নেদারল্যান্ডেও গুরু ছিলেন তার। এল পেরিওডিকোকে দেওয়া সাক্ষাৎকারে স্বদেশির সঙ্গে রসায়নটা দারুণ বলেই জানালেন ডেপাই, ‘আমি জানি সে আমার কাছে কী চায়, আমাকে কী করতে হবে। আমাদের মধ্যে একটা রসায়ন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সবাই খুব সুন্দর, তারা আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছে। পিকে আমাকে অনেক সহায়তা করেছে কারণ তার ইংরেজি খুব ভালো। আলবার সঙ্গেও অনেক মজা করেছি। অবশ্যই ফ্রেঙ্কি ও দেস্তও, কারণ তাদের আমি আগে থেকেই চিনি। এটা খুব সুন্দর ড্রেসিং রুম।’
এমএইচ