টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ
টি টোয়েন্টি ক্রিকেটে সবসময়ই ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের এই সংস্করণ যেন ক্যারিবিয়রা নিজেদের আলাদা করে চিনিয়েছে। মারকুটে ব্যাটসম্যানদের ছড়াছড়ি দলটিতে। আসন্ন বিশ্বকাপে তাই উইন্ডিজদেরই ফেভারিট মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক ড্যারন স্যামি।
ওয়েস্ট ইন্ডিজের দুইবাবের বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামির মতে, এবারের আসরেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ক্যারিবিয়রা। তাদের ফেভারিটও মনে করছেন তিনি। আজ মঙ্গলবার বিশ্বকাপের সূচি উন্মোচনের প্রাক্কালে এসব বলেন দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজেকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘আপনি শুধু ওয়েস্ট ইন্ডিজের দলটার দিকে তাকান, আমরা সর্বশেষ তিনটি টুর্নামেন্টেই সেরা চারে পৌঁছেছি। আপনি শুধু নামগুলো দেখেন। পোলার্ড, ইউনিভার্সাল বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, এভিন লুইস ছাড়াও আরও অনেকে আছে যারা আক্রমণের গতিপথ বদলে দিতে পারে।’
স্যামি আরও বলেন, ‘প্রতিটি দলই ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইবে। আমি আশা করি ওই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ উঠে আসবে।’ এই গ্রুপের প্রথম হওয়া দলই ফাইনাল খেলবে বলেও বিশ্বাস স্যামির।
উল্লেখ্য, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্ব পান স্যামি। তার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে ক্যারিবিয়রা। দীর্ঘদিন দলের বাইরে থাকার আক্ষেপে ক্রিকেট ছেড়ে বর্তমানে তিনি সিপিএলে(ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) ক্রিকেট পরামর্শক ও ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছেন।
এআইএ/এমএইচ