রিয়াল-পিএসজি-সিটি, কোথায় যাচ্ছেন রোনালদো?
লিওনেল মেসির দলবদলের পর এবার গুঞ্জন ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। সিআর সেভেনের জুভেন্টাস ছাড়ার খবর চাওর হয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যমে। তুরিন ছেড়ে কোথায় যাবেন রোনালদো, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি নাকি পিএসজিতে?
রোনালদোর দলবদলের ইস্যু নিয়ে রিয়ালের নাম বেশ জোরেশোরে উচ্চারণ হচ্ছে। স্পেনের সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি রোনালদোকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি রোনালদো আর তার মুখপাত্র হোর্হে মেন্দেজের সঙ্গে আনচেলত্তির নিয়মিত যোগাযোগ হচ্ছে। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছে, সাবেক শিষ্যকে পেতে আনচেলত্তি চেষ্টার কমতি রাখছেন না।
তবে রোনালদোকে পাওয়া বা না পাওয়ার ব্যাপারে আনচেলত্তিকে তাকিয়ে থাকতে হচ্ছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের দিকে। পেরেজ যদি চান তবেই আবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যেতে পারে রোনালদোকে। যদিও রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের কাছে রোনালদোর জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠায়নি এখনো।
রোনালদোকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে পিএসজি। তবে মেসিকে দলে টানার পর এই মৌসুমে রোনালদোর প্রতি খুব বেশি আগ্রহ নেই ফ্রান্সের ক্লাবটির। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, আগামী বছর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। একই সময় জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হবে রোনালদোর। এমবাপ্পে নতুন করে আর চুক্তি না করলে রোনালদোকে আনতে চাইছে তারা। এমবাপ্পে নিজে চাইছেন রিয়ালে যেতে, সেটি এই মৌসুমেই। এমনটি হলে রোনালদোর রিয়ালের পথ বন্ধ হতে পারে।
ইতালিয়ান সংবাদমাধ্যম করিয়েল্লে দেল্লো স্পোর্ত অবশ্য জানিয়েছে, রোনালদো নিজে চাইছেন ইংল্যান্ডে ফিরতে। তার পছন্দের তালিকায় আছে ম্যানচেস্টার সিটির নাম। তবে সিটির লক্ষ্য যেকোনো মূল্যে হ্যারি কেইনকে দলে টানা। এখন দেখার অপেক্ষা, শেষপর্যন্ত কোন ক্লাবের জার্সি উঠে রোনালদোর গায়ে।
টিআইএস