হেরে গিয়ে প্রতিপক্ষের প্রশংসা গার্দিওলার
নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা রোববার টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে শুরু করলো চলতি মৌসুম। এই হারের মধ্য দিয়ে স্পার্সদের মাঠে আরও একবার গোল করতে ব্যর্থ হলো ম্যানচেষ্টার সিটি।
টটেনহ্যাম প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল হওয়ার পরও তাদের বিপক্ষে পূর্ণশক্তির দল নামায়নি সিটি। দলটির কোচ পেপ গার্দিওলা এই হারের পর বলেছেন, স্পার্স সবসময়ই তাদের জন্য এক কঠিন প্রতিপক্ষ।
হারের পর স্পার্স খেলোয়াড়দের প্রশংসায় মেতেছেন গার্দিওলা। তাদের পাল্টা আক্রমণের প্রশংসা করে বলেন, ‘আপনি বল হারালেই তারা দ্রুত আক্রমণে চলে যাবে। তারা বল নিয়ে আসলেই ভালো দৌড়ায়।’ তিনি টটেনহ্যাম ফরোয়ার্ড লুকাস মৌরার গতির প্রশংসা করে বলেন, ‘মৌরা দৌড় শুরু করলে সে আপনাকে ৪০ মিটার পেছন থেকে ডিফেন্ড করতে বাধ্য করবে।’
প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও নিজেদের ভুলগুলো এড়িয়ে যাননি ম্যানসিটি বস। বার বার প্রতিপক্ষের কাছে বল হারানোই তাদেরকে ভুগিয়েছে বলে মনে করছেন গার্দিওলা। যদিও জেতার জন্য সবকিছুই তারা করেছেন বলে দাবি তার।
যদিও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠের প্রধান দুই ভরসা কেভিন ডি ব্রুইন ও বার্নার্দো সিলভাকে শুরুর একাদশে রাখেননি গার্দিওলা। ছিলেন না দলের মূল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসও। দলে পর্যাপ্ত স্ট্রাইকারের অভাব সিটিকে চাপে রাখছে কিনা এমন প্রশ্নের জবাবে পেপ বলেন, ‘এই দলটাই গত মৌসুমে খেলেছে। ইনজুরির কারণে সার্জিও (সার্জিও আগুয়েরো) খুব কম ম্যাচ খেলেছিল।’
সবশেষে এই দলের উপরই ভরসা রাখছেন গার্দিওলা। তিনি বলেন, ‘আমরা সুযোগ তৈরি করতে ও গোল করতে সক্ষম। আমরা অনেকবারই খুব কাছাকাছি পৌঁছে গোল করতে ব্যর্থ হয়েছি। আমরা সেটা করে দেখাবো।’
এআইএ/এটি