আফগানিস্তানে থাকা পরিবার নিয়ে চিন্তিত রশিদ খান
আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল এখন সময়ের ব্যাপার। রাজধানী কাবুলজুড়ে চলছে কারফিউ। এই অবস্থায় ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলছেন রশিদ খান। রোববার ট্রেন্ট রকেটসের হয়ে দারুণ পারফরম্যান্সও করেছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার।
ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নিজের কোটার ২০ বলে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। ৪০ বলে মাত্র ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছিল ম্যানচেস্টার। কিন্তু পরের ৫ রান করতেই চারটি উইকেট হারায় তারা। এর মধ্যে বল হাতে তিনটি উইকেট নেন, বাকিটিরও ক্যাচ ধরেন রশিদ খান।
কিন্তু এমন পারফরম্যান্সের পরও খুব একটা উদযাপন করতে দেখা যায়নি তাকে। কারণটাও স্পষ্ট। মূলত নিজের দেশে চলমান ঘটনায় চিন্তিত এই অলরাউন্ডার। এমনটিই জানিয়েছেন দ্য হান্ড্রেডের ধারাভাষ্য দেওয়া কেভিন পিটারসন। ম্যাচের মাঝখানে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে রশিদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
ওই কথোপকথন নিয়ে পিটারসন বলেছেন, ‘তার দেশে অনেক কিছুই হচ্ছে। এসব বিষয় নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। রশিদ এগুলো নিয়ে চিন্তিত। সে তার পরিবারকে আফগানিস্তান থেকে বাইরে নিয়ে আসতে পারছে না আর তার ভেতরে অনেক কিছুই চলছে।’
পিটারসন আরও বলেছেন, ‘রশিদ এখন যেরকম চাপের মধ্যে আছে। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে উজ্জীবিত করা এবং এমন পারফরম্যান্স উপহার দেওয়া। মাঠের বাইরের ঘটনা ভুলে সবকিছু একপাশে রেখে নিজের কাজ সঠিকভাবে করে যাওয়া- আমার মতে এটিই চলতি দ্য হানড্রেড টুর্নামেন্টের অন্যতম সেরা একটি ঘটনা।’
এমএইচ/এটি