চ্যাম্পিয়ন্স লিগে সেরার দৌড়ে লেভা, হালান্ড, এমবাপে
আগের মৌসুমে যেমন কাটিয়েছিলেন, রবার্ট লেভান্ডভস্কি সবশেষ ২০২০-২১ মৌসুমটা মোটেও তেমন কাটাতে পারেননি। তবুও তার চেয়ে সেরা ফরোয়ার্ডসুলভ নৈপুণ্য দেখাতে পারেননি আর কেউ। তাই তো চলতি মৌসুমের একটা বড় অংশ চোটগ্রস্থ থাকলেও লেভা আছেন উয়েফা বর্ষসেরা ফরোয়ার্ড হওয়ার দৌড়ে। তার সঙ্গে এই লড়াইয়ে আছেন কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ডও।
গেল মৌসুমে লেভান্ডভস্কি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছেন ৬টি। তাতেই করে ফেলেছিলেন পাঁচ গোল। চোটের কারণে তিনি এবার খেলতে পারেননি নকআউট পর্ব, তাতে তার নৈপুণ্যও থেমে যায় গ্রুপ শেষেই। ওদিকে হালান্ড ৮ ম্যাচ খেলে করেছেন দশ গোল, তাই অবধারিতভাবেই তিনি আছেন তালিকার শীর্ষ তিনে। ওদিকে এমবাপে দশ ম্যাচে করেছেন ৮ গোল, করিয়েছেন আরও তিনটি। তার সুবাদেই তো পিএসজি গেল মৌসুমে খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। সেজন্যেই তিনি আছেন এই তালিকাতে।
অনেক নাটকীয়তার পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া লিওনেল মেসি এই তালিকার সেরা দশেই ছিলেন অবশ্য। কিন্তু শেষমেশ ভোটাভুটিতে টিকতে পারেননি সেরা তিনে।
মেসি তো তাও সেরা দশে ছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো তো ছিলেননা এই তালিকাতেই! এদিকে গেল মৌসুমে নেইমার সেরা তিনে থাকলেও এবার অবনমন হয়েছে তার। তিনিও নেই সেরা তিনে।
শুক্রবার বিকেলে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, আর ফরোয়ার্ড; এই চার পজিশনের জন্য সেরা খেলোয়াড়ের তালিকা ঘোষণা করে উয়েফা। এই তালিকায় স্বাভাবিকভাবেই আছে গেল মৌসুমের ইউরোপসেরা চেলসির আধিপত্য। চার পজিশনে ১২ খেলোয়াড়ের ৫ জনই আছেন চেলসির।
গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া ৩২ দলের কোচ ও উয়েফার ৫৫টি প্রতিনিধি দেশের সাংবাদিকদের ভোটে এসেছে এই তালিকা। কোচেরা ভোট দিতে পারলেও, নিজ দলের খেলোয়াড়দের ভোট দেওয়ার সুযোগ নেই অবশ্য।
তুরস্কের ইস্তানবুলে চলতি মাসের শেষে আসন্ন মৌসুমের ড্র অনুষ্ঠিত হবে। সেদিনই এ তালিকা থেকে চার পজিশনে সেরা চার খেলোয়াড়কে নির্বাচিত করা হবে। একই দিনে উয়েফা বর্ষসেরার নামও ঘোষিত হবে।
সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা:
গোলরক্ষক: এডারসন(ম্যানচেস্টার সিটি), এদুয়া মন্ডি (চেলসি) ও থিবো কোর্তোয়া(রিয়াল মাদ্রিদ)।
ডিফেন্ডার: সেজার আসপিলিকুয়েতা(চেলসি), রুবেন ডিয়াজ (ম্যানচেস্টার সিটি) ও অ্যান্টোনিও রুডিগার(চেলসি)।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), জর্জিনিও (চেলসি) ও এনগোলো কন্তে (চেলসি)।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড(বরুসিয়া ডর্টমুন্ড), রবার্ট লেভান্ডভস্কি (বায়ার্ন মিউনিখ) ও কিলিয়ান এমবাপে (পিএসজি)।
এনইউ