মেসির জায়গায় খেলার মতো খেলোয়াড় আছে বার্সেলোনার : কোম্যান
লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা। এখনো অনেকের কাছেই অকল্পনীয় ব্যাপার। ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে আর্জেন্টাইন তারকা চলে গেছেন, এখনও বিশ্বাস করতে পারছেন না ক্লাবটির বেশির ভাগ সমর্থক। তবে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান, সব ভুলে তাকাতে চান সামনের দিকে।
রোববার রাতে জুভেন্তাসকে হারিয়ে হোয়ান গ্যাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এই ম্যাচ জয়ের পর কাতালান ক্লাবটির কোচ জানিয়েছেন, বার্সেলোনায় তার জায়গায় খেলার মতো খেলোয়াড় আছে। সবকিছু ভুলে দলকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন কোম্যান।
তিনি বলেন, ‘মেসির মতো খেলোয়াড় যখন চলে যায়, তখন সবার জন্য সবকিছু কঠিন হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তবে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা চাইলেও এই পরিস্থিতি বদলাতে পারব না।’
কোম্যান আরও বলেন, ‘আমাদেরকে ভালো খেলতে হবে এবং জিততে হবে। আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। আমাদের দলে আরও খেলোয়াড় আছে যারা মেসির জায়গায় খেলতে পারবে এবং ভালো ভূমিকা রাখতে পারবে। আমাদের এখন মেসি নেই। তাকে ছাড়াই এগিয়ে যেতে হবে।’
অতীত নিয়েও পড়ে থাকতে চান না এই ডাচ কোচ, ‘অতীতের জন্য দুঃখপ্রকাশ করে আসলে লাভ নাই। বার্সেলোনায় অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। এই ম্যাচ জিততে পারা ভালো একটা ফল। মাঠের খেলায় আমরা ভালো একটা অবস্থানে পৌঁছে গেছি। নেতো দারুণ খেলেছে। আমরা প্রথম ম্যাচ থেকেই লড়তে প্রস্তুত আছি।’
এমএইচ/এটি