সাকিবের হাত ধরে যে কীর্তি প্রথমবার দেখল ক্রিকেট
টি-টোয়েন্টির শীর্ষ পাঁচ দলের একটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। এমন এক সিরিজের আগে স্বাভাবিকভাবেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর চোখ থাকার কথা, সেটা ছিলও। সাকিবও হতাশ করেননি একেবারে। ৮৮ রান করেছেন, তুলে নিয়েছেন ৩টি অজি উইকেট। নায়ক বনে যাননি, কিন্তু ঐতিহাসিক সিরিজে একেবারে নিষ্ক্রিয়ও ছিলেন না সাকিব।
তবে সাকিব আলোচনায় এসেছেন এবার ভিন্ন কারণে। এক অনন্য কাকতাল দিয়ে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে যা করলেন তিনি, তাকে দেজা ভু বলবেন?
শেষ দুই ম্যাচের পারফর্ম্যান্স আহামরি না হলেও অবিশ্বাস্য এক রেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাট আর বল হাতে পারফরম্যান্সে এতটাই মিল যে, ব্যাপারটা রীতিমতো ভূতুড়েই ঠেকছে অনেকের কাছে। তাতেই সাকিবের পায়ে লুটিয়ে পড়ল রেকর্ডটা।
শেষ দুই টি-টোয়েন্টিতে সাকিব করেছেন ২৬ রান, আর বল হাতে তুলে নিয়েছেন ১ উইকেট। মিলের শেষ এখানেই নয়, বরং শুরু হয়েছে এ থেকে। ব্যাট হাতে ২৬ রান করেছেন ১৭ বলে, দুটো ম্যাচেই। এমনকি বল হাতেও মিলে গেছে বোলিং বিশ্লেষণ; ৪-০-২২-১, তাও দুটো ম্যাচেই।
শেষ এখানেও নয়, দুই ম্যাচের ব্যাটিংয়ে স্ট্রাইক রেট সমান, তা আর বলে দিতে হয় না। কিন্তু যেটা আলাদা করে বলতে হয়, সেটা হচ্ছে বাউন্ডারি সংখ্যা। দুটো ইনিংসে বাউন্ডারি মেরেছেন ৪ টি চার, ছক্কা নেই একটিও। দুটো ম্যাচেই আবার আউট হয়েছেন নবম ওভারে!
ভূতুড়ে মিল ছিল বল হাতেও। দুই ম্যাচের বোলিং বিশ্লেষণ সমান, তা আগেই বলে দেওয়া হয়েছে। দুটো ম্যাচেই আবার উইকেট তুলে নিয়েছেন নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে। দুটোই আবার বোল্ড! এসব কাকতাল ছাপিয়ে সাকিবের কাছে মুখ্য যে যে বিষয়টা, দুটো ম্যাচেই দল তুলে নিয়েছে জয়।
তবে দুই ম্যাচের কাকতাল তাকে তুলে দিয়েছে রেকর্ডের খাতায়। দেড়শ ছোঁয়া বছরের ইতিহাসে এমন কিছু যে আর কখনো দেখেনি ক্রিকেট!
এনইউ