মেসি থাকছেন না, আনুষ্ঠানিক ঘোষণা বার্সার
বিষাদের গল্প কেমন হয়? বার্সেলোনার কোনো এক সমর্থককে জিজ্ঞেস করেই দেখুন! তাদের প্রিয় তারকা লিওনেল মেসির ক্লাব ছাড়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সা। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকরের চলে যাওয়া নিশ্চয়ই চোখে জল এনেছে এরপর।
লিওনেল মেসি ফিরেছিলেন বার্সেলোনায়, শোনা যাচ্ছিল নতুন চুক্তির খবরও। কিন্তু হঠাৎ যেন ঘণ্টা দুয়েকের একটা ঝড় বয়ে গেল কাতালুনিয়ার ওপর। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, ক্লাবের অর্থনৈতিক অবস্থা মেসিকে বার্সায় থাকতে দেয়নি আর। অথচ অর্ধেক বেতন কমিয়ে নতুন চুক্তি নিয়ে আরও সপ্তাহ তিনেক আগেই সম্মত হয়ে গিয়েছিলেন মেসি ও বার্সা।
মেসির কাতালান ক্লাবটি ছাড়ার বিষয়টা সর্বপ্রথম জানিয়েছিল স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। আর তাতে সায় মিলেছে ইএসপিএন এস্পানা আর রেডিও কাতালুনিয়ারও।
মার্কা বলেছিল, ‘মেসির নতুন চুক্তির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব। সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এ কারণে ভবিষ্যতে সুপার লিগের মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।’
এবার ক্লাবের পক্ষ থেকে চলে এসেছে আনুষ্ঠানিক বিবৃতিও। তাতে বলে দেওয়া হয়েছে, ‘মেসিকে আর রাখতে পারছে না ক্লাবটি।’
Leo Messi not staying at FC Barcelona Despite club and player reaching an agreement and their clear intention to sign a...
Posted by FC Barcelona on Thursday, August 5, 2021
তারা লিখেছে, ‘ক্লাব ও মেসির চুক্তি স্বাক্ষরের পরিষ্কার চেষ্টা থাকা স্বত্ত্বেও এটি সম্ভব হয়নি। কারণ লা লিগার অর্থনৈতিক কাঠামোর নিয়মের বাধ্যবাধকতা। এর পরিপ্রেক্ষিতে মেসি বার্সায় থাকছে না। দুই পক্ষই এ নিয়ে আফসোস করছে যে ক্লাব খেলোয়াড়ের ইচ্ছে পূরণ করতে পারেনি।’
মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্সা লিখেছে, ‘বার্সেলোনা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে এমন খেলোয়াড়ের প্রতি, যিনি ক্লাবের অগ্রগতিতে অবদান রেখেছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য তাকে শুভ কামনা জানাচ্ছে।’
এনইউ/এমএইচ/ওএফ