ক্রিকেটারদের পুরস্কৃত করার প্রথা ফেরাতে চায় বিসিবি
সফলতার দৃশ্যমান স্বীকৃতি কে না পেতে চাইবে? বাংলাদেশের খেলাধুলার বাজার একচেটিয়াভাবে দখল করে আছে ক্রিকেট, অথচ বছর জুড়ে ভালো খেলার আনুষ্ঠানিক স্বীকৃতি পান না ক্রিকেটাররা। ২০০৬-০৭ সালের পর আয়োজন করে স্বীকৃতি দেওয়ার প্রথা বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে প্রক্রিয়া আবার শুরু করতে চায় বিসিবি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ছিল আজ বৃহস্পতিবার (৫ আগস্ট)। এ উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরষ্কার ওঠে ক্রিকেট বোর্ডের হাতে। বিসিবি জিতেছে দেশের সেরা ক্রীড়া সংস্থার ট্রফি। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ পুরস্কার নেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে এক প্রশ্নের জবাবে পাপন জানালেন, শেখ কামাল পুরস্কারের চেয়ে তার কাছে আর কোনও পুরস্কারই বড় হতে পারে না।
তবে ২০০৬-০৭ মৌসুমের পর বন্ধ হয়ে যাওয়া অ্যাওয়ার্ড নাইটের মতো ক্রিকেটারদের পুরস্কৃত করার প্রথা আবার ফেরানোর প্রতিশ্রুতি দেন পাপন, ‘এটা না করতে পারার কোন কারণ নাই। আগেও করতে পারতাম, এখনো করতে পারি, সামনেও করা যায়। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে।’
বিশ্বজুড়ে টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি সদস্য দেশের ক্রিকেট বোর্ড তাদের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে। এদিক বিবেচনায় অন্যদের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টিআইএস