স্বীকৃতির আনন্দে ভাসছেন রোমান-শিলা-মাবিয়ারা
জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামকরণ হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। সেই পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন শহীদ শেখ কামালকে খুব কাছ থেকে দেখা কয়েকজন তেমনি আবার রয়েছেন একেবারে তরুণ প্রজন্ম। রোমান সানা, মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শিলা। বর্তমান সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল তিন নাম।
তিন জন এবার ক্রীড়াবিদ ক্যাটাগরিতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন। তিন জনই এই পদক পেয়ে দারুণ খুশি। শিলং-গৌহাটি গেমসে রেকর্ড সহ দুই স্বর্ণপদক পাওয়া সাঁতারু মাহফুজা খাতুন শিলা বৃহস্পতিবার বলেন, ‘ক্যারিয়ারে অনেক পুরস্কারই পেয়েছি। এই পুরস্কারটি একটু ভিন্ন ধরনের। যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পথিকৃৎ। তার নামে পুরস্কার পাওয়া এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটা আসলেই স্মরণীয় একটি বিষয়।’
দুই গেমসে স্বর্ণ পদক জিতেছেন ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এই পদককে তিনি দেখছেন আগামীর অনুপ্রেরণা, ‘আমরা ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে ভালো কিছু করতে চাই। এ রকম সম্মাননা, পদক আমাদের ভালো কিছু করতে সামনে উদ্বুদ্ধ করে।’
দিন চারেক আগে অলিম্পিক থেকে এসেছেন আরচ্যার রোমান সানা। অলিম্পিক থেকে আসার পরপরই এই পদক পাওয়ায় তিনি বেশ খুশি, ‘আসলেই খুব ভালো লাগছে। অলিম্পিক থেকে আসার পর এই পদক আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।’
ক্রীড়াবিদদের মতো সংগঠকরাও উচ্ছ্বসিত। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক কৈ শ্য ল হ্ন সংগঠক হিসেবে পেয়েছেন পুরস্কার। তার এই অর্জনকে কারাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন, ‘কারাতেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশেষ ভূমিকা রাখছে। এই ডিসিপ্লিনেও কাজ করে স্বীকৃতি পাওয়া যায় এটাই তার বড় প্রমাণ। আমার এই পুরস্কার কারাতের সবার জন্য অনুপ্রেরণার।’
এজেড/এটি