বার্সা-নেইমারের ‘বন্ধুত্বপূর্ণ’ সমঝোতা
অনেক দিন ধরে চলা সমস্যায় অবশেষে সমাধানে পৌঁছেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০১৭ সালে কাতালান ক্লাবটি ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন সেলেসাও তারকা। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল আইনি লড়াই।
অবশেষে সোমবার এক বিবৃতিতে এই লড়াই বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে বার্সেলোনা। ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালের অগাষ্টে তাদের ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এর ৯ মাস আগে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন মেসি।
ওই চুক্তির শর্ত অনুযায়ী চার কোটি ৬৩ লাখ ইউরো বোনাস না দেওয়ার কথা উল্লেখ করে বার্সার বিরুদ্ধে অভিযোগ করেন নেইমার। পরে চুক্তি ভঙ্গের অভিযোগ করে উল্টো নেইমারের বিরুদ্ধে মামলা করে বার্সেলোনা।
গত বছরের জুনে ব্রাজিলিয়ান তারকার মামলা খারিজ করে দেয় স্পেনের একটি আদালত। উল্টো নেইমারকে বলা হয় ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে দিতে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, এই রায়ের বিরুদ্ধে আপিল করে নতুন একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু বার্সার বিবৃতির মাধ্যমে সব জটিলতার অবসান ঘটলো।
এমএইচ