আইভরি কোস্টের সঙ্গে পারল না ব্রাজিল
প্রথম ম্যাচে রিচার্লিসনের হ্যাটট্রিকে টোকিও অলিম্পিকে দারুণ শুরু করেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল তারা। হারাতে পারেনি আইভরি কোস্ট অনূর্ধ্ব-২৩ দলকে। রোববার তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা।
বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল তারা। ম্যাচের ৫৩ শতাংশ সময় তাদের পায়ে বল ছিল। গোলের উদ্দেশ্যে মোট ৯টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে দুইটি ছিল লক্ষ্যে। বিপরীতে সেলেসাওদের গোলমুখে ৫ শটের দুইটি লক্ষ্যে রাখে আইভরি কোস্ট।
ম্যাচে দুই দলই একটি করে লাল কার্ড পায়। ম্যাচের মাত্র ১৪ মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলের ডগলাস লুইস। অন্যদিকে ম্যাচের ১৪ মিনিটে লাল কার্ড দেখেন আইভরি কোস্টের কউয়াসসি ইবুয়ে।
এই গ্রুপে দুইটি করে ম্যাচ শেষে আইভরি কোস্ট ও ব্রাজিল দুই দলের পয়েন্টই সমান ৪ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ব্রাজিল।