আমি সবসময় দলের জন্য খেলি : শামীম
অল্প দিনেই বেশ নাম করে ফেলেছেন শামীম পাটোয়ারী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে এমনিতেই ছিলেন আলোচনায়। এরপর ঘরোয়া লিগে নিজের সাহসী ব্যাটিং, দারুণ ফিল্ডিং আর কার্যকরী অফস্পিনে নজর কেড়েছেন সবার।
চলতি জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো অভিষেকই হয়ে গেল বাংলাদেশের জার্সিতে। নিজের প্রথম ম্যাচেই ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে আলোচনায় শামীম। তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে জিম্বাবুয়েতে সাংবাদিকদের বললেন, সবসময় দলের জন্য খেলেন তিনি।
শামীম বলেন, ‘আমি সব সময় দলের জন্য খেলি, সেটা যেকোনো জায়গাতেই হোক। দলকে জেতাতে পারলে আমার অনেক ভালো লাগবে। অভিষেক ম্যাচটা যদি জেতাতে পারতাম তাহলে ভালো লাগত। সতীর্থদেরও ভালো লাগত।’
যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। শামীমও তার ব্যতিক্রম নন। ছোটবেলায় যে সাকিব-তামিমদের খেলা দেখে বড় হয়েছেন এখন তিনি তাদের সতীর্থ। এত দ্রুত জাতীয় দলে সুযোগ পেয়ে যাবেন, সেটা ভাবেননি শামীম নিজেও।
তিনি বলেন, ‘জাতীয় দলে খেলার ইচ্ছে তো সবারই থাকে। তবে জাতীয় দলে এত দ্রুত ডাক পেয়ে আমি নিজেও অবাক হয়েছি। এটা আসলে ভাবিনি। খুব ভালো লাগছে। অভিষেক ম্যাচেও মোটামুটি ভালোই করেছি। আমি চেষ্টা করেছি ম্যাচটা শেষ করার। কিন্তু দুর্ভাগ্য, সেটা করতে পারিনি।’
এই অলরাউন্ডার আরও বলেন, ‘সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইদের খেলা দেখেছি ছোটবেলা থেকেই। ইচ্ছা ছিল তারা থাকা অবস্থায় জাতীয় দলে খেলার। সেটা পেরেছি। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, যা চেয়েছিলাম সেটা করতে পেরেছি।’
এমএইচ