তামিম-সাকিবকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
পরিসংখ্যান, শক্তিমত্তা, মাঠের পারফর্ম্যান্স বা র্যাঙ্কিং; সবদিক থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে থেকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে এই ম্যাচের শুরুটা সুখকর হয়নি টাইগারদের। শুরুতেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। প্রতিপক্ষের সিদ্ধান্তে আগে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুটা একবারে সাবধানে করতে চেয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। জিম্বাবুয়ের বোলারদের সমীহ করে খেলে প্রথম দুই ওভারে কোনো রানই তুলতে পারেনি বাংলাদেশ।
তৃতীয় ওভারের শুরুর বলে উইকেটের পিছনে চাকাভার হাতে ক্যাচ দিয়ে খালি হাতে ফেরেন তামিম। প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেলেও এ ম্যাচে ব্যর্থই বলতে হবে তাকে।
সুবিধা করতে পারেননি সাকিবও। তার ব্যাটে রান খরা দীর্ঘদিনের। আজ শুরুটা অবশ্য সাবলীলই মনে হচ্ছিল, তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে গিয়ে তিনিও ধরেন সাজঘরের পথ। ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২৫ বলে ১৯ রান করে।
এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ২ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। উইকেটে আছেন লিটন দাস ও মোহাম্মদ মিঠুন।
টিআইএস