ভক্তদের ছুড়ে দেওয়া জার্সি মাটি থেকে কুড়ালেন মেসি
লিওনেল মেসিকে ছুঁয়ে দেখার স্বপ্ন তো থাকে তার সব ভক্তেরই। আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে একটা সেলফি তুলতে ভিড় দেখা যায় অনেক সময়। সবার ভাগ্য সহায়ও হয় না অবশ্য। তবে মেসিকে একবার সামনে থেকে দেখতে পেয়েও নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারেন যেকোনো ফুটবলপ্রেমী।
আর যদি তার অটোগ্রাফ পাওয়া যায় তাহলে? নিশ্চয়ই সেটা বিশেষ কিছু হবে। কিন্তু করোনার বাস্তবতায় মানতে হয় নানা বিধিনিষেধ। তাই কাছ থেকে দেখলেও অটোগ্রাফ পেতে পোহাতে হয় ভোগান্তি। তাই তো মেসিকে সামনে পেয়ে জার্সি ছুঁড়ে দেন সমর্থকরা।
আর সেটা কি না মাটি থেকে কুড়িয়ে নেন খোদ লিওনেল মেসি! হ্যাঁ, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে ভক্তদের জার্সি মাটি থেকে কুড়িয়ে হাসিমুখে অটোগ্রাফ দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
গত রোববারই শেষ হয়েছে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা। এতদিন পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি।
Fans are throwing their jersey, and the greatest of all time collecting them from the street to meet fans' desire; 'one autograph please!' Can you even imagine this humbleness? My GOAT
Posted by Den of Cules on Monday, July 12, 2021
এমএইচ