বিশ্বের সেরা ফুটবলারের হাতে শিরোপা দিতে চেয়েছিলাম
অপেক্ষা, অপেক্ষা এবং অপেক্ষা...। একটা পর্যায়ে তো মনে হচ্ছিলো এটা কি আদৌ শেষ হবে কোথাও? শেষ অবধি হয়েছে। লিওনেল মেসি উঁচিয়ে ধরেছেন একটা আন্তর্জাতিক শিরোপা। কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
শুধুই কি মেসি, আলবিসেলেস্তেদের শিরোপাটা যে এতদিন ধরে আক্ষেপ হয়ে ছিল তাদের জন্য। তাই ট্রফিটা চাওয়া ছিল সবার। মেসির সতীর্থদের তো অবশ্যই। সেটা যতটা না নিজেদের জন্য। তার চেয়ে বেশি মেসির জন্য। এমনটাই জানালেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
তিনি বলেন, ‘এই মুহূর্তকে ব্যাখ্যা করার মতো কোনো শব্দ আসলে আমার জানা নেই। এটা এমন এক স্বপ্ন, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমার যখন ১৬-১৭ বছর বয়স, তখন আর্সেনালে যাই। অনেক বছরের চেষ্টা, সাহসীকতা আর মাথা উঁচু করে থাকার পর। আমি জানতাম এমন দিন আসবে, আমার স্বপ্ন পূরণ হবে।’
মারাকানায় ব্রাজিলকে হারানো মানেই বিশেষ কিছু। ৭১ বছর পর এই স্টেডিয়ামে ম্যাচ হেরেছে ব্রাজিল। জয়টা তাই এমনিতেও বিশেষ। তার সঙ্গে যদি যোগ হয় শিরোপা উৎসব। তাহলে তো কথাই নেই। এমিলিয়ানো ম্যাচশেষে মনে করালেন সেটাই।
তিনি বলেন, ‘মারাকানায়, ব্রাজিলের বিপক্ষে যখন সবকিছু তাদের বিপক্ষে..এবং শিরোপাটা বিশ্বের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া...আমি বলতে চাই তার এটা আমার আগে জেতা উচিত ছিল। আজ আমি তাকে দিতে পেরেছি। এটা এমন কিছু, যা সে জীবনে সবচেয়ে বেশি চেয়েছে।’
এমএইচ