মেসি সবার চেয়ে এক ধাপ এগিয়ে আছে
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিন গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম গোলটি আসে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের দারুণ বোঝাপড়ায়। যেটি ডি পলের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল।
সাম্প্রতিক সময়ে বেশ জমে উঠেছে মেসি-ডি পল জুটি। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় সেমিফাইনাল মিশন আর্জেন্টিনার। মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচের আগে ডি পল জানালেন, মেসি তাদের সবার চেয়ে এগিয়ে আছেন এক ধাপ।
তিনি বলেন, ‘মেসি আমাদের সবার চেয়ে এক ধাপ এগিয়ে আছে। ইকুয়েডরের বিপক্ষে সে আমাকে একা পেয়ে বল বাড়িয়ে দেয় এবং সৌভাগ্যবশত ম্যাচ জয়ে সেটি ভূমিকা রাখে। জাতীয় দলের হয়ে প্রথম গোল করতে পারাটা দারুণ ব্যাপার। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়।’
কোপায় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। পুরো আর্জেন্টিনার মানুষকে আমরা আনন্দের উপলক্ষ এনে দিতে চাই। আমরা তৈরি আছি এবং জানি খেলাটা কতটা কঠিন হবে। ম্যাচটি নিয়ে আমরা রোমাঞ্চিত।’
ম্যাচে নিজের ভূমিকা নিয়ে ডি পল বলেন, ‘আমরা দলের সব কোচিং স্টাফের সঙ্গে অনেক কথা বলেছি। এই পথটা দুই বছর ধরে তৈরি হচ্ছে। তারা জানে আমি দলের জন্য কী অবদান রাখতে পারি এবং এটাও জানে তারা যেকোনো পজিশনেই আমাকে খেলাতে পারে। আমরা সবাই এখানে এসেছি একই দলের জন্য অবদান রাখতে।’
এমএইচ