ফাইনালে যেতে ক্ষুধার্ত মেসিরা
গেল বার ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হেরে থেমেছিল আর্জেন্টিনার কোপা আমেরিকা যাত্রা। এবার সেলেসাওরা পৌঁছে গেছে ফাইনালে। সেমিফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলে ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবেন নেইমাররাই।
তবে তার আগে জিততে হবে সেমিফাইনালে। কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে আর্জেন্টিনার ফুটবলাররা ক্ষুধার্ত বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, প্রস্তুত তার দল।
তিনি বলেন, ‘আমরা জিততে এবং ফাইনালে যেতে চাই। খেলোয়াড়দের মধ্যে ক্ষুধাটা স্পষ্ট। তারা তৈরি এবং প্রস্তুত আছে। আশা করি আমাদের ট্রাইব্রেকারে যেতে হবে না। যদি এমনটা ঘটে, আশা করি সবকিছু ঠিকঠাক হবে।’
গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সেখানেও ইকুয়েডরকে মেসির জোড়া অ্যাসিস্ট ও ফ্রি কিক গোলে ৩-০ গোলে উড়িয়ে দেয়। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অন্য ম্যাচগুলোকে স্মরণ করেছেন স্ক্যালোনি।
আলবিসেলেস্তে কোচ বলেন, ‘ছয় ম্যাচেই আমরা নিজেদের উদ্দেশ্য পূরণ করেছি। এখন আমরা ফাইনালে যেতে চাই। প্রতিপক্ষকে অনেক সম্মান করি আর আমরা জানি ম্যাচটা অনেক কঠিন হবে।’
এমএইচ/এটি