সেমিফাইনালে ‘ভালো মাঠের’ আকুতি ব্রাজিল কোচের
শুরুতে একবার মাঠের সমালোচনা করে জরিমানা গুণেছিলেন ব্রাজিল কোচ তিতে। ক্ষান্ত হননি। এরপর আবারও সমালোচনা করেছেন কোপা আমেরিকায় মাঠের অবস্থা নিয়ে। চিলিকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারানোর পর আবারও ব্রাজিল কোচ কথা বললেন মাঠ নিয়ে। সেমিফাইনালে পেরুর বিপক্ষে লড়াইয়ের জন্য চাইলেন ভালো মাঠ।
তবে সেমিফাইনাল নিশ্চিত করায় স্বস্তিও ঝরে পড়েছে ব্রাজিল কোচের কণ্ঠে। বলেছেন, ‘কোচ হিসেবে আমি এই জয়ে বেশ খুশি। কারণ আমরা দিনশেষে হারিয়েছি এমন এক দলকে যারা দু’বারের চ্যাম্পিয়ন।’
এরপরই আফসোস হলো তিতের। বললেন, ‘ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত, আরও বেশি সুন্দর। দুই দল যখন বলের দখল নিয়ে খেলতে ভালোবাসে, তেমনটাই তো হওয়ার কথা। সেটা হয়নি বলে আমি দুঃখিত।’
কোথাও উঁচু কোথাও নিচু মাঠ। জায়গায় জায়গায় দেবেও আছে বেশ। এমন মাঠে আর যাই হোক ভালো ফুটবল খেলা যায় না। অবশ্য মাঠটা যখন ব্রাজিলের দ্বিতীয় বিভাগের এক দলের মাঠ, তখন তা আর কত ভালোই বা হবে! কোচ তিতে তাই সেমিফাইনালে অন্য মাঠে খেলার আকুতিই জানালেন।
ব্রাজিল কোচের কথা, ‘দয়া করে এর দায় নিন। মাঠের মান ভালো করতে লোকজন যা পরিশ্রম করছেন, তা আমি স্বীকার করি। কিন্তু আমাদের জন্য এর থেকে ভালো একটা মাঠ এনে দিন। একটা ভালো মাঠে, সবকিছু আরও ভালো হয়। ভালো একটা মাঠ এনে দিন, লড়াইটা দেখার মতো হবে।’
সূচি বলছে আগামী ৬ কিংবা ৭ জুলাই এই নিল্টন সান্তোসেই আবার সেমিফাইনাল ম্যাচ খেলবে ব্রাজিল। সে ম্যাচের আগে এখন ব্রাজিল কোচের এমন আকুতিতে কোপা আমেরিকা আয়োজকরা সাড়া দেন কিনা, সেটাই দেখার বিষয়।
এনইউ/এটি