জিততে ভুলে যাওয়া এক ব্রাজিলিয়ান ক্লাবের মেসিকে ‘অদ্ভুত’ প্রস্তাব
বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে। এখন তিনি ফ্রি এজেন্ট। অর্থাৎ চাইলেই যোগ দিতে পারবেন যেকোনো ক্লাবে। ওই ক্লাবেরও এর জন্য খরচ করতে হবে না কোনো অর্থও।
এমন সুযোগ হাতছাড়া করতে চাইছে না টানা ৩ বছর ১১ মাস কোনো ম্যাচ না জেতা ব্রাজিলের ক্লাব ইবিস স্পোর্টস। মেসিকে তারা দিয়েছে অদ্ভুত এক প্রস্তাব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট করে তাকে দলে নেওয়ার কথা জানায় হারতে হারতে ‘বিশ্বের সবচেয়ে বাজে’ বনে যাওয়া ক্লাবটি। দিয়েছে অন্য রকম এক সব শর্ত।
টুইটারে তারা লিখেছে, ‘বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির আজ (বুধবার) শেষ দিন। কাল থেকে মেসির থাকবে নতুন ক্লাব। চুক্তি করুন, মেসি।’
ওই পোস্টে একটি ছবিও যুক্ত করেছে ক্লাবটি। যেখানে জুড়ে দিয়েছে অদ্ভুত সব শর্ত। মেসিকে করতে হবে ১৫ বছরের চুক্তি, দেওয়া হবে না ১০ নম্বর জার্সিও। এছাড়া চুক্তিতে সাক্ষর করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলতে হবে, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার। এসব চুক্তির প্রস্তাব পেয়ে আর্জেন্টাইন তারকার অনুভূতি কেমন, জানতে পারলে মন্দ হতো না!
এমএইচ/এটি