মেসির সঙ্গে তুলনায় বিরক্ত নন সুনীল ছেত্রী
দোহায় বিশ্বকাপ বাছাই পর্বে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সুনীল ছেত্রী। গত সোমবার অধিনায়কের জোড়া গোলেই ভারত ২-০ হারায় বাংলাদেশকে। জোড়া গোল দিয়ে সুনীল পেছনে ফেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ও ছয় বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিকে। বর্তমানে খেলছেন এমন আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুই নম্বরে এখন ভারত অধিনায়ক। ৭২ গোল করে তিনে মেসি। তালিকায় শীর্ষে পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো (১০৩টি গোল)। তাদের সঙ্গে এক তালিকায় নাম-বেশ গর্বিত ছেত্রী।
তবে মেসিকে টপকে যাওয়া মানে তার সঙ্গে তুলনা এটা ঠিক মানতে পারছেন না তিনি। ভারত অধিনায়ক সাফ জানালেন, এই তুলনার কোনও মানেই হয় না। ছেত্রী বলেন, ‘মেসির সঙ্গে আমার তুলনায় বিরক্ত নই আমি। কিন্তু মেসি বা তার মতো যে কোনও খেলোয়াড়ের সঙ্গে আমার কোনও তুলনাই চলে না। দেখুন, হাজার হাজার ফুটবলার আমার থেকে ভালো খেলে। যারা ফুটবলটা বোঝেন। দেশের হয়ে ৭৪ গোল করতে পেরে গর্বিত আমি। শেষ ম্যাচ পর্যন্ত নিজের সেরাটাই উজাড় করে দিয়ে যাব।’
বয়সটা কম হয়নি সুনীলের, ৩৬ বছর। তবে অনুশীলনে তাকে দেখে চমকে যান অনেকেই। খেলার মাঠেও থাকে চমক। বয়সটা নিছকই সংখ্যা তার কাছে। কবে অবসর নেবেন ছেত্রী?
সুনীল ছেত্রী বলছিলেন, ‘অবসর নিয়ে আমি ভাবছিই না। আমি আমার ফুটবল উপভোগ করছি। আমার এখন ৩৬ বছর বয়স। কিন্তু দেশের হয়ে খেলার আকুতি এখনও আছে। যেদিন আর ফুটবল উপভোগ করব না, সেদিন চলে যাব। আমি আর থাকব না।’
ফের ভারতের হয়ে সুনীল মাঠে নামবেন ১৫ জুন। প্রতিপক্ষ আফগানিস্তান।
এটি/টিআইএস