পিএসএলে সাকিব-ফিজকে পেছনে ফেললেন রিশাদ

নিজের কোটার শেষ দুই ওভারে উইকেট পাননি রিশাদ। বরং বলতে গেলে কিছুটা খরুচে স্পেলই করেছেন। দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়েছেন। তবু করাচি কিংসের বিপক্ষে চার ওভারের শেষে রিশাদকে নিয়ে উচ্ছ্বাস। ধারাভাষ্যকক্ষ থেকেও রিশাদের জন্য ঝরছে স্তুতি। কারণ মূল কাজটা রিশাদ সেরে ফিলেছিলেন তার স্পেলের প্রথম দুই ওভারেই। সেই দুই ওভারে রিশাদ রান দিয়েছেন ৪টি। উইকেট ৩টি।
রিশাদের সময়টা লাহোর কালান্দার্সে বেশ দারুণই কাটছে বলতে হবে। নিজের সুযোগ পাওয়া প্রথম ম্যাচেই পেয়েছিলেন ৩ উইকেট। সেটা আবার পিএসএলে বেশকিছু রেকর্ডেরই জন্ম দিয়েছিল। লাহোর-করাচির পিএসএল ক্লাসিকোতে এসেও বাংলাদেশের স্পিনার ধরে রাখলেন সেই সাফল্য। এবারে তার ঝুলিতে জমা হলো শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট। তার তাতে পিএসএলে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের কীর্তিকে ছাড়িয়ে গেলেন রিশাদ।
ব্যাটিং ইউনিটে লাহোর বড় স্কোর দাঁড় করায় ফখর জামানের ৭৬ এবং ড্যারিল মিচেলের ৭৫ রানের সুবাদে। আর বোলিং ইউনিটে শাহীন আফ্রিদি শুরুর ওভারেই নিয়েছেন দুই উইকেট। আর মিডল অর্ডার বিধ্বস্ত হয়েছে রিশাদ-রাজার স্পিনিং জুটির কাছে।
গতকালের ৩ উইকেটের পর পিএসএলে রিশাদের উইকেট ৬টি। পাকিস্তানের এই লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় দুইয়ে এখন এই লেগস্পিনারের নাম। সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ, এই দুজনের ঝুলিতে আছে ৮ উইকেট। আর মুস্তাফিজুর রহমানের উইকেট ৪টি।
আরও পড়ুন
বাংলাদেশের বোলারদের মধ্যে পিএসএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও দুইয়ে ২০২৫ আসরের রিশাদ। ২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে পেয়েছিলেন ৫ উইকেট। ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের জার্সিতেই পেয়েছিলেন ৪ উইকেট। এই দুজনের কীর্তিই এখন রিশাদের পেছনে। সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ।
২০১৬-১৭ মৌসুমে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। দুর্দান্ত বেগে ছুটতে থাকা রিশাদ হয়ত খুব দ্রুতই নিজের করে নেবেন সব কীর্তি। পিএসএলে তার পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
রিশাদ অবশ্য একটা দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশিদের বাকি কীর্তিকে। ৬ উইকেট নিয়ে পিএসএলে সর্বোচ্চ উইকেটের 'ফজল-এ-মাহমুদ ক্যাপ' এখন তার দখলে। এমন কিছু পিএসএলে করা হয়নি সাকিব, মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজের। এবারের আসরে অবশ্য এখন পর্যন্ত রিশাদের সমান ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই এখন বোলারদের তালিকার শীর্ষে।
জেএ