এলাকার মানুষের জন্য হাসপাতালের আর্জি জানালেন শরিফুল

মানুষ যখন বড় হয়, নাম যশখ্যাতি প্রতিপত্তি পেয়ে যায় তখন নাকি অতীতের কথা ভুলে যায়। তবে ক্রিকেটার শরিফুল ইসলামের বেলায় সেটা ভিন্ন। বাংলাদেশ জাতীয় দলের এই পেসার সবসময় তার নিজ এলাকা পঞ্চগড়কে নিয়ে ভাবেন, ভালো কিছু করার চেষ্টা করেন। শুধু নিজ এলাকা নয় দেশের বিভিন্ন সময় নানা ইস্যুতেও সবার আগে কথা বলতে দেখা যায় শরিফুলকে।
আজ (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজ এলাকার জন্য একটি হাসপাতালের দাবি জানান শরিফুল। তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি।
আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি,...
Posted by Shoriful Islam on Tuesday, April 15, 2025
কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত। আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ।'
'এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।'
এসএইচ/