টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা দুই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে স্বস্তিতে বাংলাদেশ। আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াইয়ে এবার স্কটল্যান্ডের মুখোমুখি টাইগ্রেস মেয়েরা।
থাইল্যান্ড এবং আয়ারল্যান্ডের পর এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে স্কটিশদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় ম্যাচটি শুরু হবে।
থাই মেয়েদের বিপক্ষে ১৭৮ রানের বড় জয়ের পর আয়ারল্যান্ডের সঙ্গে বলতে গেলে বিপদেই পড়তে যাচ্ছিল জ্যোতিরা। রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটের স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে বিশ্বকাপের মূল পর্বের পথেও ভালোভাবে টিকে আছে তারা।
আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেলেই বলতে গেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের হাতছোঁয়া দূরত্বে চলে যাবে বাংলাদেশ নারী দল। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচের এক ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ। আর আজ যদি অঘটনের হার জোটে বাংলাদেশের কপালে, সেক্ষেত্রে পরের দুই ম্যাচে জেতার পাশাপাশি স্কটল্যান্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।
বাংলাদেশ একাদশ
শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খানা ও মারুফা আক্তার।
এফআই