রান বাড়াতে আইপিএলে ব্যাট নিয়ে কারসাজি, যুক্ত হলো নতুন নিয়ম

আইপিএল মানেই রানের ছড়াছড়ি। তবে সেটা কি শুধুই ব্যাটারের দক্ষতার গুণে? নাকি পেছনে আছে অন্য কোনো গল্প? সম্প্রতি ভারতের এক শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে আইপিএলে রান তোলার পেছনের অন্য এক রহস্য। যেখানে দাবি করা হয়েছে বেশ কিছু খেলোয়াড় বাড়তি রান তোলার তাগিদে আইসিসির নির্ধারিত মাপের বাইরে অতি চওড়া ব্যাট নিয়ে হাজির হয়েছিলেন।
অতি চওড়া এইসব ব্যাটের সুবাদে রানও উঠেছিল বেশ। সাধারণত ম্যাচ রেফারি আগেই ব্যাটের মাপ পরীক্ষা করে নিয়ে থাকেন। তবে অভিযোগ আছে, যেসব ব্যাটের পরিমাপ করা হতো খেলোয়াড়রা সেসব সরিয়ে রেখে ‘ওভারসাইজড’ ব্যাট নিয়ে ক্রিজে নামতেন। ক্রিজে ব্যাট পরিমাপের পদ্ধতি না থাকায় সেসব নিয়ে যাচাই করা সম্ভব হয়নি।
২০২৫ আইপিএলে এসে এবারে সেসব অভিযোগ নিয়ে সরব হয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআই-য়ের নতুন নিয়ম অনুযায়ী, ক্রিজে আসা প্রতিটি ব্যাটারকেই তাদের ব্যাট নিয়ে পরীক্ষা দিতে হবে মাঠে থাকা আম্পায়ারদের কাছে। অন-ফিল্ড আম্পায়ারদের হাতে এজন্য দেয়া হচ্ছে বিশেষ ‘ব্যাট গজ’।
এই ব্যাট গজের ফাঁকা স্থান কোনো ব্যাট পুরোপুরি বেরিয়ে আসতে পারলেই কেবল সেই ব্যাট নিয়ে খেলতে পারবেন ব্যাটাররা। গেল বছর ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যাম্পশায়ার এই বিশেষ ব্যবস্থায় আটকে গিয়ে শাস্তির মুখে পড়েছিল। এবার আইপিএলে দেখা গেল সেই একই ব্যবস্থা।
নতুন নিয়মে অবশ্য ওপেনারদের ব্যাট পরীক্ষা করে দেখবেন ম্যাচ রেফারি। এই বিষয়ে ভারতের সেই পত্রিকাকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘কারোরই এমন অনুভব করতে হবে না যে, আরেক দল অন্যায্য সুবিধা পাচ্ছে। খেলার স্বচ্ছতা যেন নিয়ন্ত্রিত হয় সেজন্য বিসিসিআই এবং আইপিএল সবসসময় সব রকমের ব্যবস্থা নিয়েছে।’
আরও পড়ুন
অরুণ ধুমাল আরও যোগ করেন, ‘আমরা প্রযুক্তিকে সর্বোচ্চভাবে ব্যবহার করেছি যেন প্রতিটি সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ পায় এবং খেলায় কোনো ধরনের অন্যায় প্রভাব না পড়ে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো খেলার চেতনাকে অক্ষুন্ন রাখা।’
গত মৌসুম পর্যন্ত খেলার আগের রাতে ম্যাচ রেফারি দ্বারা ব্যাট পরীক্ষা করা হতো। কিন্তু অভিযোগ আছে, কিছু ব্যাটার ম্যাচে অন্য ধরনের ব্যাট নিয়ে নামতেন। এবারে সেই কারসাজি ঠেকাতে একটি ত্রিভুজাকৃতির প্লাস্টিক গেজ ব্যবহার করা হচ্ছে। এই প্লাস্টিক গজ আইসিসির স্বীকৃত বৈধ ব্যাটের মাপে তৈরি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের মাঝের অংশের পুরুত্ব হবে ২.৬৮ ইঞ্চি, প্রস্থ হবে ৪.৩৩ ইঞ্চি, এবং কিনারার দিকে পুরুত্ব ১.৬১ ইঞ্চি। ব্যাটের নিচের দিকে থাকা বাঁক বা ‘বাল্জ’ ০.২০ ইঞ্চির মধ্যে থাকতে হবে বলে জানানো হয়েছে। তবে আইপিএল খেলা এক ক্রিকেটার জানান, ফ্র্যাঞ্চাইজ এই ক্রিকেটে ব্যাটাররা বালজ অংশে বাড়তি কাঠ যোগ করেন।
— Shreyansh Nandan (@ShreyanshNandan) April 14, 2025
আর এই অংশটাই শট খেলার সময় বলের সংস্পর্শে আসে। হাতলের পাশে ওজন কম রেখে বালজে কাঠ বাড়তি ব্যবহারের কারণে শট আরও জোরালো হয় বলে জানান নাম প্রকাশ না করা সেই ক্রিকেটার।
জেএ