হায়দরাবাদের টিম হোটেলে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ যে হোটেলে রয়েছে, সেই হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। তবে খুব বেশি ক্ষয়-ক্ষতি হয়নি। ক্রিকেটারেরা সবাই নিরাপদে রয়েছেন।
আজ সকালে বানজারা হিলসের ওই হোটেলটিতে আগুন লাগে। দোতলার লবি এলাকা থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। স্পা এলাকাতেও আগুন লাগে। বানজারা হিলসের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, ইলেকট্রিকের তার থেকে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।
হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও কেউ আহত হননি।
হায়দরাবাদের ক্রিকেটাররা ছয় তলার বিভিন্ন রুমে ছিলেন। আগুন লাগার পরপরই তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। হোটেলে বাকি যারা ছিলেন তারাও অনেকে বীর হয়ে যান। বেশির ভাগকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর সবাইকে ফেরত আনা হয়।
আগামী ১৭ এপ্রিল খেলা রয়েছে হায়দরাবাদের। মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে তারা। টানা চার ম্যাচে হারের পর গত ম্যাচে জিতেছে হায়দরাবাদ। পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে।
এইচজেএস