২ হাজার ৫২০ দিন পর ফিফটি– আইপিএলে নতুন ইতিহাস

২০২২ সালের ডিসেম্বর মাসে লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট! দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও!’ অভিষেক টেস্টে ৩০৩ রান করেও করুণ নায়ার ভারতীয় ক্রিকেট থেকে ঠিক এতটাই ব্রাত্য হয়ে পড়েছিলেন। একটাবার নিজেকে প্রমাণের জন্য ঘুরতে হয়েছে বিভিন্ন দলের দ্বারে দ্বারে। দীর্ঘ অপেক্ষার পর সুযোগ ঠিকই মিলেছে। আর সেটাকে দুহাতে লুফেও নিয়েছেন করুণ নায়ার।
চলতি মৌসুমটা দারুণভাবেই পার করেছেন। বিদর্ভকে তুলেছেন বিজয় হাজারে ট্রফির ফাইনালে। জিতেছেন রঞ্জি ট্রফির শিরোপা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফিরে এসেছেন ১ হাজার ৭৬ দিন পর। আর এসেই তুলেছেন ঝড়। আউট হওয়ার আগে খেলেছেন ৪০ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস।
আর এই ফিফটির সুবাদে গড়লেন এমন এক ইতিহাস, যা আইপিএলে আগে কখনো দেখা যায়নি। আইপিএলে সবচেয়ে বেশি দিনের ব্যবধান ঘুচিয়ে ফিফটি করার কীর্তি এখন তার। গতকাল আইপিএলে ফিফটি পেয়েছেন ২ হাজার ৫২০ দিন পর।
আইপিএলে করুণ নায়ার সবশেষ ফিফটি পেয়েছেন ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৬ বলে ৫৪ রান করেছিলেন সেদিন। এরপর আড়াই হাজার দিন পর ফিফটি পেলেন মুম্বাইয়ের বিপক্ষে।
আরও পড়ুন
আইপিএলে দুই ফিফটির ব্যবধানে সবচেয়ে বেশি দিন ছিল ট্রাভিস হেডের। ২ হাজার ৫১৬ দিন পর ফিফটি পেয়েছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। ২০১৭ সালের মে মাসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিফটির পর প্রায় ৭ বছরের বিরতি ছিল হেডের জন্য। এরপর ২০২৪ সালে এসে মুম্বাইয়ের বিপক্ষেই পেয়েছেন ফিফটি।
তবে হেড এর মাঝে আইপিএল খেলেননি কোনো আসরেই। সেদিক থেকে করুণ নায়ারের ফিফটিটা আলাদা করেই উল্লেখ করার মতো। করুণ নায়ার অবশ্য এরমাঝে খেলেছেন। তবে কোনোবারেই নিয়মিত হতে পারেননি। ২০২২ সালের পর তো দলই পাননি আইপিএলে।
তবে দুর্দান্ত ইনিংস খেলেও আইপিএলের এই ম্যাচে দলকে জেতাতে পারেননি নায়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের ২০৫ রানের বিপরীতে দিল্লি থেমেছে ১৯৩ রানে। ১২ রানের এই পরাজয় আসরে দিল্লির প্রথম হার।
জেএ