রেকর্ড গড়তে আর কত ম্যাচ জিততে হবে ফ্লিকের বার্সেলোনাকে?

হারতেই যেন ভুলে গিয়েছে বার্সেলোনা। লেগানেসের বিপক্ষে ম্যাচটায় যদিও শুরুতে ভুগতে হয়েছিল খুব। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে আধিপত্য দেখালেও ঠিক গোলটা পাওয়া হচ্ছিল না ব্লু-গ্রানাদের। ফিনিশিং ব্যর্থতায় তাদের ফিরতে হচ্ছিল হতাশা নিয়ে। লেগানেসের লো-ব্লক ডিফেন্সের সামনে বারবারই হতাশ হয়েছে বার্সা।
শেষ পর্যন্ত অবশ্য লেগানেস ডিফেন্ডার জর্জ সায়েঞ্জ আত্মঘাতী এক গোল করে জয় উপহার দেন বার্সাকে। এই গোলকে পুঁজি করে টানা ২৪ ম্যাচে অপরাজেয় রইলো বার্সেলোনা। ক্লাবটির বর্ণাঢ্য ইতিহাসেও যা জায়গা করে নিয়েছে। অবশ্য নতুন রেকর্ড গড়তে হলে আরও বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে হান্সি ফ্লিক শিষ্যদের।
টানা ২৪ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের ক্লাব ইতিহাসে টানা জয়ের তালিকায় ৪র্থ স্থানে উঠে এসেছে রাফিনিয়া-লেভানডফস্কিদের এই বার্সেলোনা। ২০০৫-০৬ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। কাকতালীয়ভাবে দুইবারেই বার্সা জিতেছিল ২০ ম্যাচে। আর ড্র হয় বাকি ৪ ম্যাচে।
১৯৭৩-৭৪ মৌসুমে রাইনাস মিশেলেসের অধীনে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। সেটা পরের অনেকগুলো বছরের জন্য ছিল বার্সেলোনার টানা জয়ের রেকর্ড হয়ে। সেবার বার্সা লিগ শিরোপাও জিতেছিল ডাচ এই কোচের অধীনে। এই রেকর্ডে ভাগ বসানো বার্সার বর্তমান দলের জন্য তুলনামূলক সহজই বলা চলে। পরের তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড, সেল্টা ভিগো এবং মায়োর্কা।
বার্সেলোনার অপরাজেয় যাত্রা
ম্যাচ সংখ্যা | কোচ (দেশ) | মৌসুম | মৌসুমে জেতা শিরোপা |
৩৯ | লুইস এনরিকে (স্পেন) | ২০১৫-১৬ | কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, লা লিগা, উয়েফা সুপার কাপ |
২৯ | লুইস এনরিকে এবং আর্নেস্তো ভালভার্দে (স্পেন) | ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ | স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে (২), স্প্যানিশ লা লিগা |
২৪ | রাইনাস মিশেল (নেদারল্যান্ডস) | ১৯৭৩-৭৪ | স্প্যানিশ লা লিগা |
২৪ (চলমান) | হ্যান্সি ফ্লিক (জার্মানি) | ২০২৪-২৫ | স্প্যানিশ সুপার কাপ . (বাকি প্রতিযোগিতা চলমান) |
বার্সেলোনার ইতিহাসে সেরা দুই অপরাজেত যাত্রায় আছে লুইস এনরিকের নাম। ক্লাবের সাবেক খেলোয়াড় থেকে কোচ হয়েই দলকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। এনরিকের বিদায় এবং আর্নেস্তো ভালভার্দের আগমন, এই দুই মিলিয়ে ২৯ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা।
আর সবার ওপরে আছে বার্সেলোনার ২০১৫-১৬ মৌসুমের টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। যা তারা অর্জন করেছিল এনরিকের অধীনে থেকেই। সেই অবিশ্বাস্য রেকর্ড পার করতে বার্সেলোনার এখনো দরকার ১৬ জয়। সেজন্য অবশ্য এই মৌসুমের পাশাপাশি পরের মৌসুমেও জয়ের ধারা ধরে রাখতে হবে হ্যান্সি ফ্লিক শিষ্যদের।
জেএ