খরুচে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লেন শামি

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়াস আইয়ার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ব্যাট হাতে পাঞ্জাব কিংসকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। তার ৮২ রানের ইনিংসে ভর করেই হায়দরাবাদকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে পাঞ্জাব।
পাঞ্জাবের এই বড় রানের পেছনে প্রতিপক্ষ দলের একজনেরও অবদান আছে! হায়দরাবাদের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি যেন আজ অচেনা হয়ে গেলেন। ৪ ওভারে ৭৫ রান দিয়েছেন এই পেসার। যা আইপিএল ইতিহাসে কোনো বোলারের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড।
আইপিএলের ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি জোফরা আর্চারের। চার ওভার বোলিং করে ৭৬ রান খরচ করেছেন তিনি। পাননি কোন উইকেটের দেখা। কিছু দিন আগেই আইপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই ডানহাতি পেসার।
শামির পর আছেন মোহিত শর্মা। গুজরাট টাইটান্সের এই বোলার গত আসরে ৪ ওভার ৭৩ রান দিয়েছিলেন। তালিকার চার নম্বরে থাকা ঘটনাটা অবশ্য একটু পুরোনোই - ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭০ রান দিয়েছিলেন বাসিল থাম্পি। এরপরে আছেন যশ দয়াল, কলকাতার বিপক্ষে ৬৯ রান খরচ করেছিলেন তিনি।
আইপিএলে সবচেয়ে খরুচে বোলিং :
জোফরা আর্চার - ০/৭৬
মোহাম্মদ শামি - ০/৭৫
মোহিত শর্মা- ০/৭৩
যশ দয়াল - ০/৬৯
এইচজেএস