এক দিনে মোহামেডানের দুই জয়

দেশের সবচেয়ে জনপ্রিয় দুই দল ঢাকা মোহামেডান ও আবাহনী। আজ ঘরোয়া ফুটবল ও ক্রিকেট লিগে দুই দলেরই ম্যাচ ছিল। ফুটবল ও ক্রিকেট দুই ম্যাচই জিতেছে সাদা-কালোরা।
ক্রিকেটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীকে ৩৯ রানে আর ফুটবলে কিংস অ্যারেনায় ২-১ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছে তারা। ক্রিকেটে আবাহনীকে হারালেও ফুটবল লিগে অবশ্য ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৪-১ গোলে জয়লাভ করেছে মোহামেডান।
গত বছরও এক দিনে ফুটবল, ক্রিকেট ও হকিতে ম্যাচ জয়ের ঘটনা রয়েছে মোহামেডানের। গত বছরের ৬ এপ্রিল ফুটবলে শেখ রাসেলকে ৩-১ গোলে, ক্রিকেটে গাজী টায়ার্সকে ৪০ রানে অল আউট করে ৯ উইকেটে এবং হকিতে বাংলাদেশ পুলিশকে ৬-৩ গোলে হারায় তারা। তবে আজকের ফুটবল ও ক্রিকেটের দুই জয়ের গুরুত্ব অনেকটাই বেশি। ক্রিকেটে আজ হারিয়েছে আবাহনীকে। আবার একই দিন ফুটবলে টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন কিংসকে তাদের কিংস অ্যারেনায় হারানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
ঢাকার ক্রীড়াঙ্গনে মোহামেডানের পদচারণা বৃটিশ আমল থেকেই। বাংলাদেশ স্বাধীনতার আগেই মোহামেডানের ঢাকা লিগে ফুটবল, ক্রিকেটে অনেক অর্জন রয়েছে। স্বাধীনতার পরও মোহামেডানের দাপট থাকলেও গত দুই দশক মোহামেডান ম্রিয়মাণ। ২০০২ সালের পর ঘরোয়া ফুটবল লিগে শিরোপা নেই। ক্রিকেটেও প্রায় দেড় যুগ চ্যাম্পিয়ন ট্রফি নেই। চলতি মৌসুমে দেশের দুই জনপ্রিয় খেলাতেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
আজকের জয়ে ফুটবল ও ক্রিকেট দুই লিগেই পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান। ফুটবলে লিগের শুরু থেকেই এককভাবে শীর্ষে। আজকের জয়ে সেটা আরো সুসংহত হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীকে হারালে অথবা ন্যূনতম ড্র রাখতে পারলেও মোহামেডান পেশাদার লিগে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকবে। ক্রিকেটে প্রথম পর্ব শেষে আবাহনীর সঙ্গে সমান পয়েন্ট থাকলেও বাইলজ অনুযায়ী হেড টু হেডে মোহামেডানই এক নম্বর অবস্থানে।
এজেড/এইচজেএস