ডাক মেরে লজ্জার কোন রেকর্ড গড়লেন বাবর আজম

পিএসএলটা হতে পারে বাবর আজমের জন্য ফিরে আসার মঞ্চ। এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই তো তাকে দিয়েছে অনেক কিছুই। বারবার যখন সন্দেহ, তখন বাবর ফিরতে চেয়েছেন পিএসএল দিয়েই। বেশ অনেকটা দিন ধরেই টি-টোয়ন্টি ফরম্যাটে বাবর আজমের ব্যাটে রান নেই। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন।
স্বাভাবিকভাবেই পিএসএল দিয়ে নিজেকে ফিরে পেতে চেয়েছেন বাবর। কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলার মোহাম্মদ আমের ভেবেছিলেন অন্যকিছু। তার গুড লেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়েছেন বাবর। পিএসএল ২০২৫ আসরে নিজের প্রথম ম্যাচেই বাবর আজম ফিরলেন ডাক মেরে।
আর এই ডাকের সুবাদে পিএসল ইতিহাসে লজ্জার এক রেকর্ডও নিজের সঙ্গী করে নিয়েছেন তিনি। টপ অর্ডার ব্যাটার হিসেবে পিএসএলে এখন সবচেয়ে বেশি ডাকের লজ্জাজনক রেকর্ড বাবর আজমের সঙ্গী। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজ লিগে নবম ডাক খেয়েছেন বাবর আজম। পেছনে ফেলেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলকে।
পিএসএলে টপঅর্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক
৯ - বাবর আজম
৮ - কামরান আকমল
৬ - ক্যামেরন ডেলপোর্ট
৫ - সার্জিল খান
আরও পড়ুন
অবশ্য সবমিলিয়ে ডাকের সংখ্যায় বাবর এখন পর্যন্ত খানিক পিছিয়েই আছেন। তারচেয়ে বেশি ডাক আছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং বোলার ওয়াহাব রিয়াজের। ৭২ ইনিংসে ইমাদের ডাক ১২ টি। ৫৪ ইনিংসে ওয়াহাব রিয়াজের ডাক ১০টি।
বাবর আজমের ডাক মারার দিনে লম্বা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে ফিফটি পেয়েছেন তার ওপেনিং পার্টনার সাইম আইয়ুব। তবে তাতে লাভ হয়নি। সাইম-বাবরের দল পেশোয়ার জালমি হেরেছে ৮০ রানের বড় ব্যবধানে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২১৭ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে পেশোয়ার অলআউট হয়েছে ১৩৬ রানে।
— Men’s Cricket (@MensCricket) April 12, 2025
আর এই জয়টাও প্রতিপক্ষ কোয়েটার জন্যেও রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। এর আগে করাচি কিংসের বিপক্ষে কোয়েটার জয় এসেছিল ৬৭ রানে।
জেএ