‘এক’ ম্যাচ নিষিদ্ধ তাওহীদ হৃদয়, জরিমানা এবাদতের

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ঐতিহ্য় আর নিজেদের প্রমাণের লড়াই। ঢাকা ডার্বি নাম পেয়ে যাওয়া এই লড়াইয়ে বরাবরই থাকে আলাদা উন্মাদনা। সেটাই দেখা গেল চলমান ডিপিএলের এবারের আসরের ম্যাচেও। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে জয় তুলে নিয়েছে মোহামেডান দল।
তবে ম্যাচের মাঝে আলাদা করে নজরে এসেছে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় এবং আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মাঝে বিতর্ক। যা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ঘটনার শুরু আবাহনী-মোহামেডান ম্যাচে আবাহনী ইনিংসের অষ্টম ওভারে। পেসার এবাদত হোসেনের বল আঘাত করে আবাহনী ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ।
পরে এনিয়ে তর্ক শুরু হলে এগিয়ে আসেন আম্পায়ার সৈকত। এরপরেই আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের মেজাজ হারাতে দেখা যায়। মূলত সৈকতের দেওয়া এক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক।
যা নিয়ে ম্যাচ শেষেও কথা বলেছেন হৃদয়। উতপ্ত বাক্য বিনিময় হয়ে মাঠে যে কারণে শাস্তির মুখে পড়েছেন হৃদয়। এই ম্যাচের ম্যাচ রেফরি নিয়ামুর রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ৪ ডিমেরিট পয়েন্টের কারণে ১ ম্যাচ নিষিদ্ধ থাকছেন তিনি।
আরও পড়ুন
যে কারণে সুপার লিগের প্রথম ম্যাচে দেখা যাবে না হৃদয়কে। এছাড়া শাস্তি হয়েছে এবাদত হোসেনেরও। আচরণবিধি ভঙ্গের কারণে আর্থিক জরিমানা দিতে হচ্ছে এই পেসারকে। সবমিলিয়ে ২টি বিষয়ে ৪০ হাজার টাকা গুনতে হবে এবাদতকে, সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট।
এসএইচ/জেএ