কিংস অ্যারেনায় কিংসকে হটিয়ে শিরোপার পথে মোহামেডান

রেফারি আলমগীর সরকারের শেষ বাঁশি। মোহমেডানের খেলোয়াড়দের উল্লাস। কিংস অ্যারেনায় ছুটে গেলেন সমর্থকদের কাছে। ক্লাবের সাদা-কালোর সঙ্গে ফিলিস্তিনের পতাকা নিয়ে ছবিতে পোজ দিলেন ফুটবলার-কোচিং স্টাফরা। কিংস অ্যারেনায় কিংস-মোহামেডান দ্বৈরথ লিগ শিরোপা নির্ধারণে অনেক বড় প্রভাবক ছিল। সেই ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়ে শিরোপার পথে রয়েছে।
আজকের জয়ে মোহামেডান ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে উঠেছে। সমান সংখ্যক ম্যাচে কিংসের পয়েন্ট ২০। লিগে বাকি সাত ম্যাচে ১০ পয়েন্ট ব্যবধান ঘুচানো খুবই কঠিন। ফলে টানা পাঁচ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শিরোপা রেস থেকে ছিটকেই গেছে এই হারে।
মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনী চার পয়েন্ট পেছনে। আবাহনীকে হারাতে পারলে বা নূন্যতম ড্র করতে পারলেও পেশাদার লিগে শিরোপা অর্জনে অনেকটাই এগিয়ে যাবে সাদা-কালো দলটি।
কিংস অ্যারেনায় মোহামেডান- বসুন্ধরা ম্যাচ নিয়ে উত্তাপ ছড়িয়েছে অনেক। ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপে কিংস অ্যারেনায় মোহামেডান এগিয়ে ছিল। সমর্থকরা স্মোক ফ্লেয়ার ছোড়ার পর খেলা স্থগিত হয়। মোহামেডান ছন্দ হারিয়ে ম্যাচে পরাজিত হয়। মোহামেডান কিংস অ্যারেনায় খেলতে আপত্তি জানায় পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। ফেডারেশনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এই ম্যাচে। এরপরও খেলোয়াড়দের মাঠের উত্তেজনা গ্যালারীতে ছড়িয়েছে। এতে দ্বিতীয়ার্ধে মিনিট আটেকের মতো খেলা স্থগিতও ছিল। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে মোহামেডান জয় নিয়ে মাঠ ছেড়েছে।
মোহামেডানের জয়ের নায়ক অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তার দুই গোলে মোহামেডান লিগ শিরোপার পথে রয়েছে। ম্যাচের ১৯ মিনিটে কিংসের ডিফেন্ডার ও গোলরক্ষক শ্রাবণের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান সুলেমান। দারুণ দক্ষতায় গোল করে মোহামেডানকে এগিয়ে নেন। ৮৬ মিনিটে জয়সূচক গোলটিও তার নৈপুণ্যে। দারুণভাবে বল রিসিভ করে গোলরক্ষক ও ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে পাঠান মোহামেডানের মালির এই ফুটবলার।
বসুন্ধরা কিংস প্রথমার্ধে পিছিয়ে পড়ে খেলায় সমতা এনেছিল। ২৫ মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেন জোনাথনের নেয়া ফ্রি কিক থেকে গোলরক্ষক সুজন বল প্রতিহত করলে ফিরতি শট আর ঠেকাতে পারেননি। প্রথমার্ধে দুই দল সমানতালেই খেলেছে।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসের রিমন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জন নিয়ে কিংস ৮৫ মিনিট পর্যন্ত লড়লেও দিয়াবাতের ফিনিশিংয়ের কাছে হেরেছে শেষ পর্যন্ত। কিংস দ্বিতীয় লেগে বিদেশি ফুটবলার রদবদল করেছে। আর্জেন্টিনার ল্যাসকেনোকে দ্বিতীয়ার্ধে নামিয়েও ম্যাচের পরিস্থিতি বদলাতে পারেননি রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে। জাতীয় দলে একাদশে খেলা কিংসের শেখ মোরসালিন আজকের ম্যাচে নেমেছিলেন ইনজুরি সময়ে।
কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের দুর্গ। সেই দুর্গ গত মৌসুমের লিগে মোহামেডানই প্রথম ভেঙেছিল। প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল। এই মৌসুমেও মোহামেডান লিগে কিংস অ্যারেনায় হারিয়েছে। নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় দশ জন নিয়েও কিংসকে হারিয়েছিল। কিংস দিন চারেক আগে ফেডারেশন কাপে আবাহনীর কাছে হেরেছিল, আজ হারল মোহামেডানের কাছে।
মঙ্গলবার এই কিংস অ্যারেনায় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার। ঐ ম্যাচ হারলে এবার লিগের পাশাপাশি টুর্নামেন্টের শিরোপাও হাত ছাড়া হবে গত মৌসুমে ট্রেবল জয়ীদের।
এজেড/এইচজেএস