‘তিনি আন্তর্জাতিক মানের আম্পায়ার হলে, আমিও আন্তর্জাতিক খেলোয়াড়’

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই যেন বাড়তি এক উন্মাদনা। আর সেই উন্মাদনা দেখা গেল চলমান ডিপিএলের এবারের আসরের ম্যাচেও। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। যেখান। জয় তুলে নিয়েছে মোহামেডান দল। তবে ম্যাচে ফিল্ডিংয়ের সময় মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের সঙ্গে মতের অমিল হতে দেখা যায় আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের।
এক সময় মাঠে মেজাজ হারাতেও দেখা যায় মোহামেডান অধিনায়ককে। পরে ম্যাচ শেষে হৃদয়ের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘যেটা ঘটেছে সবকিছু এক্সপ্লেইন করতে পারবো না কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে আমরাও করবো! কিন্তু আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি আমিও স্বীকার করবো। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন এটা ভুল না তাহলে হবে না।’
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে তার মন্তব্য ‘সে আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সো, এমন ম্যাচে দুই-একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। যদি আবার হিতে অন্যদিকে যায় আমি মুখ খুলবো ইনশাল্লাহ।’
পরে আম্পায়ারদের সমালোচনা করে হৃদয় আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন অনেক দেখেছি। ডোমেস্টিকে তো এর চেয়ে আরও বাজে হতো, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে আমরা খেলোয়াড়রা তাদের অনেক রেস্পেক্ট করি, শুধু আমাদের খেলোয়াড়দের দোষ দিলে হবে না। আপনারা দেখেন আমাদের আম্পায়ার তাদের ডিপার্টমেন্ট দেখেন তারাও ২-১ জন বাদে যে খুব ভালো করে এমন নয়। জাস্টিফাই করলে আমার কাছে মনে হয় দুই পাশ থেকেই দেখা উচিত।’
এসএইচ/জেএ